বিপিএল: সিলেটকে হারিয়ে প্লে-অফের সম্ভাবনা বাড়াল রাজশাহী

ক্রীড়া ডেস্ক

এবারের বিপিএলে দুর্বার রাজশাহীর শুরুটা ভালো না হলেও শেষদিকে ঘুরে দাঁড়িয়ে প্লে-অফে খেলার সম্ভাবনা টিকে আছে দলটির। আজ সোমবার সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে প্লে-অফে খেলার সেই সম্ভাবনা আরও বাড়াল রাজশাহী।

১১৭ রানের জবাবে খেলতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৯ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তাসকিন আহমেদের দল।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১৭ রানে প্রথম উইকেট হারায় সিলেট।

এক রান যোগ হতেই আউট হন আরেক ওপেনার সামিউল্লাহ শেনওয়ারি। দুই ওপেনারকেই ফিরিয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। চারে নামা সাজ্জাদুল হককে ফেরান আফতাব আলম।

১৯ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ৩৯ রানের জুটি গড়েন জাকের আলী এবং জাকির হাসান।
কিন্তু মাত্র এক রানের ব্যবধানে ফেরেন এই দুই ব্যাটারও। ২৫ বলে ২৪ রান করে জাকির। জাকের আলীর ব্যাট থেকে আসে ১৮ বলে ১৭।।

ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটার কাদিম আলিনও পাননি রানের দেখা।।৫ বলে ১ রান করে ফেরেন তিনি। তানজিম সাকিব, জন রাস জাগেসাররাও রানের দেখা পাননি তেমন। ৭২ রানে ৮ উইকেট হারানোর পর নবম উইকেটে ২০ বলে ৩৬ রানের জুটি গড়েন এহসান ভাট্টি এবং সুমন খান।

২১ বলে ২৫ রান করে শেষ ওভারে আউট হন ভাট্টি। আর ১১ বলে ২০ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন সুমন।

রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন এসএম মেহেরব। ৩ উইকেট পেয়েছেন মৃত্যুঞ্জয়। একটি করে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ ও আফতাব আহমেদ।

জবাবে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি রাজশাহীর। টপ অর্ডার ব্যর্থতার দিনে দলের হাল ধরেন রায়ান বার্ল ও আকবর আলী। ৪৩ রান করে আকবর আউট হলে ভাঙে ৭৫ রানের পঞ্চম উইকেট জুটি। ততক্ষণে জয়ের কাছাকাছি চলে যায় রাজশাহী। বাকি কাজটা সহজেই সেরেছেন বার্ল। তিনি ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন।

শেয়ার করুন