নারী কর্মীদের মালয়েশিয়ায় না যাওয়ার অনুরোধ

মত ও পথ ডেস্ক

করোনা সংক্রমণ ঠেকাতে জরুরি অবস্থা জারি মালয়েশিয়ায়
করোনা সংক্রমণ ঠেকাতে জরুরি অবস্থা জারি মালয়েশিয়ায়। ছবি : ইন্টারনেট

বাংলাদেশের সাধারণ নারী কর্মীদের আপাতত মালয়েশিয়া না যাওয়ার অনুরোধ জানিয়েছে দেশটির রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

আজ শুক্রবার ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানিয়েছে হাইকমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় মহিলা কর্মী আনয়নের লক্ষ্যে বর্তমানে মালয়েশিয়ার সরকারের সাথে বাংলাদেশ সরকারের কোন চুক্তি/সমঝোতা স্মারক (MOU) নাই। বাংলাদেশ হাইকমিশন অবহিত হয়েছে যে, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র মহিলা কর্মীদের বিভিন্ন ভাবে কর্মসংস্থান নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশি মহিলা কর্মীগণকে নিয়ম বহির্ভূতভাবে ভাবে মালয়েশিয়ায় ট্যুরিস্ট ভিসা/অন্যান্য ভিসায় এনে প্রতারিত করছে। এ ধরনের কর্মকান্ডে বাংলাদেশি মহিলা কর্মীগণের আর্থিক/মানসিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।

‘এছাড়া, এ ধরনের কর্মকান্ডে মালয়েশিয়ায় বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মনোভাবের সৃষ্টি হতে পারে। মালয়েশিয়া এবং বাংলাদেশ সরকারের মধ্যে মহিলা কর্মী আনয়ন সংক্রান্ত চুক্তি / সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর না হওয়া পর্যন্ত সাধারণ কর্মী হিসেবে বাংলাদেশি মহিলাদের মালয়েশিয়ায় না আসার জন্য অনুরোধ করা হচ্ছে।’

শেয়ার করুন