নতুন গানে কণ্ঠ দিলেন সালমা

মত ও পথ ডেস্ক

সংগৃহীত ছবি

জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। স্টেজ শোয়ে ব্যস্ত সময় পার করার পাশাপাশি টিভি শো ও নতুন মৌলিক গানও প্রকাশ হচ্ছে এ গায়িকার। সেই ধারাবাহিকতায় নতুন গানে কণ্ঠ দিলেন এই গায়িকা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মগবাজারের একটি স্টুডিওতে ‘বরবাদ’ শিরোনামের দ্বৈত্ব গানে কণ্ঠ দেন তিনি। এতে তার সহশিল্পী জুয়েল। গানটির কথা লিখেছেন সাংবাদিক-গীতিকার আশিক বন্ধু। সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ।

গানটিতে কণ্ঠ দেওয়ার পর সালমা ও জুয়েল অনুভূতি জানিয়ে বলেন, ‘বরবাদ’ একদম হিট হওয়ার মতো গান। আমরা বেশ মজা করে গেয়েছি। মুক্তি পেলে দর্শকরা বারবার শুনবে। ছোট ছোট সুন্দর কথামালা দিয়ে চমৎকার লিখেছেন আশিক বন্ধু। গানটি দর্শকদের মনে বেশ বিনোদন দেবে।

রেকর্ডিং শেষে এই গান সম্পর্কে গীতিকার আশিক বন্ধু বলেন, গানটির শিরোনাম বরবাদ হলেও গানটি বেশ মজার এবং নাচের গান। সরল মনে প্রেম করে অনেকের জীবন বরবাদ হয়, আর তা গানে গানে লিখেছি। সালমা ও জুয়েল বেশ সুন্দর করে গানটি কণ্ঠে তুলেছে।

এরইমধ্যে অডিও রেকর্ডিং শেষে লাল মোহাম্মদের চিত্রগ্রহণে স্টুডিও ভার্সন শুটিংও শেষ হয়েছে। এখন এডিটিং শেষে আসছে ঈদ উপলক্ষে গানটির অডিও-ভিডিও বন্ধু মিউজিক স্টেশনের ব্যবস্থাপনায় মুক্তি পাবে।

শেয়ার করুন