‘সরকারবিরোধী’ লিফলেট বিতরণ, ইনসানিয়াতের ৭ জন আটক

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তিতে সরকারবিরোধী লিফলেট বিতরণের অভিযোগে বুধবার ৭ জনকে আটক করে পুলিশে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আটকরা ইনসানিয়াত বিপ্লব নামের নিবন্ধিত রাজনৈতিক সংগঠনের চাঁদপুর জেলা শাখার হয়ে লিফলেট বিতরণ করছিল।

জানা যায়, আজ দুপুরে শাহরাস্তির মেহের কালীবাড়ি বাজারের বিভিন্ন ব্যবসায়ীর কাছে ইনসানিয়াত বিপ্লব চাঁদপুর জেলা শাখার উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়। খবর পেয়ে শাহরাস্তি উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাদের আটক করে পুলিশকে খবর দেয়। শাহরাস্তি থানা পুলিশ তাদের থানায় নিয়ে যায়।’

আটককৃতরা হলো– হাজীগঞ্জ উপজেলার কংশাই গ্রামের মাহমুদুল হাসান নয়ন (৩০), একই উপজেলার প্রফেসর পাড়ার মেহেদী হাসান সৈকত (২৭), দক্ষিণ বড়কুল গ্রামের মনোয়ার হোসেন (২৬), টোরাগড় গ্রামের সিহাব হোসেন (২০), শাহরাস্তি উপজেলার শোরসাক গ্রামের মেহেদী হাসান (১৮) ও নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পরকুট গ্রামের আব্দুল্লাহ আল মামুন (২৬), কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার মুকসাইব গ্রামের হাসাইন মোহাম্মদ জিহাদ (২২)।

শাহরাস্তি মডেল থানার উপ–পরিদর্শক (এসআই) আল আমিন ভূঁইয়া বলেন, ‘সরকারবিরোধী লিফলেট বিতরণকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাদের আটক করে। আমরা ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্যে থানায় নিয়ে আসি। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন