সিলেটে গুঁড়িয়ে দেওয়া হলো বঙ্গবন্ধুর ম্যুরাল

মত ও পথ ডেস্ক

সিলেটে এক্সকাভেটর দিয়ে ভেঙে ফেলা হয়েছে শেখ মুজিবের ম্যুরাল। সংগৃহীত ছবি

সিলেটে এবার এক্সকাভেটর দিয়ে ভেঙে ফেলা হয়েছে শেখ মুজিবের ম্যুরাল। বুধবার রাত সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত ম্যুরালটির অবশিষ্ট অংশ দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

এর আগে চট্টগ্রাম, রংপুরে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙা হয়।

এর আগে গত বৃহস্পতিবার রাতে মুসলিম জনতার ব্যানারে বঙ্গবন্ধুর আকৃতি ভেঙে ফেলা হয়। বুধবার রাতে বৈষম্যবিরোধী ছাত্ররা অবশিষ্ট অংশ এক্সকাভেটর দিয়ে আরেক দফা ভেঙে ফেলে। এর আগে রাত ৯টার দিকে বন্দরবাজার এলাকায় অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্ররা। সেখানে বিক্ষোভ সমাবেশ শেষে তারা এক্সকাভেটর নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান। প্রধান ফটক তখন বন্ধ ছিল। পরে তারা তালা খুলে ভেতরে প্রবেশ করে ম্যুরালের অবশিষ্ট অংশ ও স্থাপনা ভেঙে ফেলে। ভেঙে ফেলা ম্যুরালের পাশে আগুন জ্বলতে দেখা গেছে।

সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কিছু লোক গেটের ভেতর প্রবেশ করে ম্যুরালটি ভেঙে চলে যায়।

প্রসঙ্গত, তাওহিদী জনতার ব্যানারে ম্যুরালটি অপসারণের দাবি জানানো হয়েছিল। গত বৃহস্পতিবার রাতে মুর‌্যালটি একদফা ভাঙচুর করা হয়।

শেয়ার করুন