গান বাজিয়ে শাওনের বাবার বাড়িতে ভাঙচুর-আগুন

নিজস্ব প্রতিবেদক

অটোরিকশায় মাইক বেঁধে গান বাজিয়ে জামালপুর শহরের নরুন্দিতে অভিনেত্রী মেহের আফরোজা শাওনের বাবার বাড়িতে ভাঙচুর করে আগুন দিয়েছে বৈষম্যবিরোধী ও শিবির।

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নরুন্দি এলাকার ওই দোতলা বাড়িতে আগুন দিয়ে বুলডোজার কর্মসূচি পালন করে তারা।

এদিন সন্ধ্যার আগে শহরের নরুন্দি বাজার এলাকায় একদল বিক্ষুব্ধ ছাত্র-জনতা মিছিল বের করে। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নরুন্দি রেলস্টেশন এলাকায় শাওনের বাবা মোহাম্মদ আলীর বাড়িতে হামলা করে।

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী। তিনি জেলা আওয়ামী লীগের সদস্য। তার গ্রামের বাড়ি জামালপুর সদর উপজেলার নরুন্দি। শাওনের মা তহুরা আলী ১৯৯৬ সালে আওয়ামী লীগের জামালপুরের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন।

কে বা কারা আগুন দিয়েছে এ বিষয়ে কিছু জানাতে পারেনি জামালপুর থানার নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওবায়দুল হক।

অন্যদিকে বিকেলে জামালপুর শহরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বাড়িতেও আগুন দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিবিরের কর্মীসমর্থকরা । সন্ধ্যা সাতটার দিকে শহরের বকুলতলা এলাকায় মির্জা আজমের বাড়িতে ভাঙচুরের পর অআগুন দেওয়া হয়। গত বছরের ৫ আগস্টের পর এই বাড়িতে ভাঙচুর ও লুটপাটের পর আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।

শেয়ার করুন