গাজীপুরে বৈষম্যবিরোধীদের ওপর স্থানীয়দের হামলা, আটক ১৬

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করার বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর স্থানীয়দের হামলার ঘটনায় ১৬ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার নাজমুল করিম খান ওই ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশে এ তথ্যটি জানান।

এ সময় তিনি বলেন, গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমি পুলিশের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। ব্যর্থতা স্বীকার করছি।

পাশাপাশি আমি আপনাদের আশ্বাস দিতে চাই যারা ছাত্রদের ওপর আঘাত করেছে তার প্রত্যেকটা আঘাতের প্রতিঘাত দিতে চাই। এক এক করে তাদের খুঁজে বের করবো।

আজ রাতে চিরুনি অভিযান হবে, এ অভিযানের মাধ্যমে প্রত্যেক অপরাধীকে খুঁজে বের করা হবে।

জানা গেছে, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের ধীরাশ্রম এলাকার বাড়িতে ভাঙচুর ও লুটপাটের সময় মন্ত্রী বাড়িতে ডাকাত পড়েছে বলে মাইকে ঘোষণা দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর হামলা করে স্থানীয় জনতা। এ ঘটনায় ছাত্র-জনতার ১৬ জন আহত হন।

শেয়ার করুন