ইসরায়েলের কারাগার বিভাগ নিশ্চিত করেছে, তারা শনিবার হামাস ও ইসরায়েলের মধ্যে গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় পঞ্চম দফায় ১৮৩ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, ১৮৩ জন ফিলিস্তিনিকে দেশের (ইসরায়েল) বিভিন্ন কারাগার থেকে স্থানান্তর করা হয়েছিল। পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজায় তাদের মুক্তি দেয়া হয়।
মুক্তি পাওয়া ১৮৩ ফিলিস্তিনির মধ্যে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর গ্রেফতার হয়েছিলেন ১১১ জন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাত বন্দীকে নির্বাসন দেওয়া হবে।
দীর্ঘ সাজাপ্রাপ্ত ২০ জন বন্দী যাদের মূলত গাজা থেকে মুক্তি দেওয়া হবে। অধিকৃত পশ্চিম তীরে ৪২ জন এবং জেরুজালেমে তিনজন বন্দীকে মুক্তি দেওয়া হবে।
মুক্তিপ্রাপ্ত সাতজন ফিলিস্তিনি বন্দীকে রামাল্লায় পৌঁছানোর পর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি।
সংস্থাটির প্রধান আবদুল্লাহ আল-জাগারি বলেছেন, আজ মুক্তিপ্রাপ্ত সকল বন্দীর চিকিৎসা সেবা, চিকিৎসা এবং পরীক্ষার প্রয়োজন, কারণ গত কয়েক মাস ধরে তাদের উপর যে বর্বরতা চালানো হয়েছে তার ফলে তাদের চিকিৎসা করা হয়েছে। সাতজনকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সূত্র: আল জাজিরা