যুদ্ধবিরতির মধ্যেই লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় ৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ছবি : ইন্টারনেট

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চলার মধ্যেই লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় ৬ জন নিহত ও আরও দুইজন আহত হয়েছেন।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, শনিবার বেকা উপত্যকায় জেন্নাতা শহরের কাছে শারা এলাকায় একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়।

এ হামলার বিষয়ে একটি বিবৃতি দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। বিবৃতিতে তারা বলেছে, গোপনে হিজবুল্লাহর পক্ষে তৎপরতা চালানো লোকজনকে লক্ষ্যস্থল করা হয়েছে।

ঘটনাস্থলে ‘কৌশলগত অস্ত্র উৎপাদন ও গুদামজাত করা হচ্ছিল’ বলে অভিযোগ করেছে তারা।

বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে, ওই স্থানে চলা কার্যক্রমকে ইসরায়েল ও লেবাননের মধ্যে হওয়া বোঝাপড়ার নির্লজ্জ লঙ্ঘন বলে বিবেচনা করা হয়েছে।

এই ‘বোঝাপড়া’ বলতে তারা ইসরায়েলি সেনাবাহিনী ও হিজবুল্লাহর মধ্যে লড়াই থামাতে ২৭ নভেম্বর হওয়া যুদ্ধবিরতি চুক্তির কথা উল্লেখ করেছে বলে আল জাজিরা জানিয়েছে।

ওই চুক্তি বাস্তবায়নের পর থেকে তাদের কথিত হিজবুল্লাহর ‘তৎপরতার স্থানগুলোতে’ সামরিক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

চুক্তিতে ৬০ দিনের মধ্যে এর ধারাগুলো বাস্তবায়নের কথা ছিল। ২৬ জানুয়ারি ওই ’৬০ দিন’ পার হলেও ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে তাদের সেনা প্রত্যাহার করেনি। লেবানন চুক্তির ধারাগুলো পুরোপুরি বাস্তবায়ন করেনি বলে পাল্টা অভিযোগ তোলে তারা।

যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বাহিনীগুলোর স্থলে জাতিসংঘের শান্তিরক্ষীর পাশাপাশি নিজেদের সেনা মোতায়েন করবে লেবানন।

বেকা উপত্যকাকে সাধারণত হিজবুল্লাহর একটি শক্তিকেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল এখানে প্রায়ই হামলা চালাচ্ছে।

শেয়ার করুন