চীনে দীর্ঘ বৃষ্টিপাতে ভয়াবহ এক ভূমিধসের কারণে ৩০ জনেরও বেশি মানুষ চাপা পড়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
দেশটির দক্ষিণ-পশ্চিম অঞ্চলে সিচুয়ান প্রদেশে শনিবার ভারী বৃষ্টিপাতের ফলে স্থানীয় সময় বেলা ১১টা ৫০ মিনিটে ইবিন শহরের জিনপিং গ্রামে ভূমিধসের সৃষ্টি হয়।
আজ রোববার চীনের সাংহাই থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
সাম্প্রতিক মাসগুলোতে চীনে তীব্র আবহাওয়া বিপর্যস্ত হয়েছে। গত বছর বন্যায় কয়েক ডজন লোক মারা যায়। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে চরম আবহাওয়ার ঘটনাগুলো আরো ঘন ঘন ঘটছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সিসিটিভি জানায়, প্রাথমিক জরিপে দেখা গেছে, সাম্প্রতিক সময়ে দীর্ঘ বৃষ্টিপাত এবং ভূতাত্ত্বিক কারণের প্রভাবে এই বিপর্যয় ঘটেছে।
রোববার স্থানীয় কাউন্টি সরকার এএফপিকে জানায়, শনিবার দুজনকে উদ্ধার করা হয়েছে এবং ২৯ জন এখনো নিখোঁজ রয়েছেন। রাষ্ট্রীয় সম্প্রচারক সিসিটিভি জানায়, চূড়ান্ত সংখ্যা যাচাইয়ের কাজ চলছে।
সম্প্রচারক কর্তৃক প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, উদ্ধারকারীরা অন্ধকারে ধ্বংসাবশেষের মধ্য দিয়ে টর্চলাইট নিয়ে নিখোঁজদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শনিবার কর্তৃপক্ষকে নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান ও উদ্ধার এবং পরবর্তী পরিস্থিতি সঠিকভাবে মোকাবিলা করার জন্য সম্ভাব্য সবকিছু করার নির্দেশ দিয়েছেন।