রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে প্রতিষ্ঠাকালীন ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ নাম পুনর্বহালের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা হুঁশিয়ার করেছেন, আগামী সাত দিনের মধ্যে ইতিবাচক সিদ্ধান্ত না এলে ক্যাম্পাসের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হবে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে সাংবাদিক সম্মেলন করে তারা এই দাবি জানান।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের সদস্য সচিব রহমত আলী, সমন্বয়ক শামসুর রহমান সুমনসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয়করা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমন্বয়ক শামসুর রহমান সুমন বলেন, ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে রংপুর বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু হয়েছিল। কিন্তু তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাবি করতে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রাখার ঘোষণা দেন। অথচ রোকেয়া নামে রংপুরে আরেকটি সরকারি কলেজ থাকার কারণে পরিচয় নিয়ে বিভ্রান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। তাই নিজ জেলার নাম বহনকারী বিশ্ববিদ্যালয়টির নাম পুর্ণবহলের দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আরও বলেন, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে নাম পুনর্বহাল আন্দোলনের অংশ হিসেবে গণস্বাক্ষর, উপাচার্য ও শিক্ষা উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করে আসছে। এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। এরই অংশ হিসেবে বিগত পাঁচ ফেব্রুয়ারি বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত শেখ হাসিনার উদ্বোধনী ফলকটি ভেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়ে রংপুর বিশ্ববিদ্যালয় নাম ঘোষণা করেন।
তারা বলেন, দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।