অপারেশন ডেভিল হান্টে আরও ৫৯১ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন ডেভিল হান্টে সারাদেশ থেকে আরও ৫৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আরও ১ হাজার ৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবমিলিয়ে সারাদেশ থেকে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৬৮৬ জন।

বুধবার সন্ধ্যায় পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সদরদপ্তর জানিয়েছে, আসামি গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র উদ্ধার করেছেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা। ২৪ ঘণ্টার অভিযানে ১টি পিস্তল, ১টি চাইনিজ রাইফেল, ২টি এলজি, ৪টি ওয়ান শুটার গান,১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ১৭ রাউন্ড কার্তুজ, ২০টি ককটেল, ৬টি ছুরি, ১টি তড়োয়াল, ১টি হাতুড়ি, গুটি রেঞ্জ ১টি, ১টি প্লাস, ১টি সেলাই রেঞ্জ, ২টি লোহার পাইপ, ১টি কাটার ও ৩টি কিরিচ উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন