সরকার অখুশি হবে এমন সংবাদ প্রকাশে ভয় পাচ্ছে গণমাধ্যম: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। ফাইল ছবি

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘সরকারের গঠনমূলক সমালোচনা বা সরকার অখুশি হবে, এমন সংবাদ প্রকাশে ভয় পাচ্ছে গণমাধ্যম। আমাদের সাক্ষাতকার নিয়েও তা প্রকাশ করতে পারছে না’।

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেছেন।

আওয়ামী লীগের সঙ্গে গত চার নির্বাচনে সমঝোতা করে অংশ নেওয়ায় ফ্যাসিবাদের দোসর তকমা পেয়েছে জাপা। তবে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর কয়েকদিন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংলাপে ডাকও পেয়েছিল। সে সময় সরকারকে সমর্থনের ঘোষণাও দিয়েছিল জাপা। কিন্তু অভ্যুত্থানের ছাত্রনেতৃত্বের বিরোধিতার মুখে আওয়ামী লীগ আমলের গৃহপালিত বিরোধীদল খ্যাত জাপাকে ডাকা বন্ধ করে সরকার। এরপর থেকে জি এম কাদের ইউনূস সরকারের সমালোচনা করছেন।

হাসিনা শাসনামলের বিরোধীদলীয় নেতা জি এম কাদের বিবৃতিতে বলেছেন, যে কোনো সময়ের তুলনায় সাংবাদিকরা এখন বেশি চাপে। গত কয়েক মাসে অসংখ্য সংবাদকর্মী চাকরি হারানোর কারণে, তাদের মধ্যে আতঙ্ক। ভয়ার্ত পরিবেশে ‘সেলফ সেন্সরশিপ’ চালু করেছে গণমাধ্যম।

শেয়ার করুন