অন্তর্বর্তী সরকার শুধু সংস্কার সংস্কার করছে, জনগণের ভাষা বুঝছে না: গয়েশ্বর রায়

নিজস্ব প্রতিবেদক

গয়েশ্বর চন্দ্র রায়
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার সকাল বিকাল শুধু সংস্কার সংস্কার করছে। ষড়যন্ত্রে লিপ্ত না হয়ে দ্রুত নির্বাচন দিন। জনগণের ভাষা আপনারা বুঝেন না, আমরা বুঝি। জনগণ চায় সুষ্ঠু ও অবাধ একটি নির্বাচন।’

বুধবার বিকেলে লালমনিরহাট শহরের রেলওয়ে মুক্তমঞ্চে বিএনপির জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‘এ সরকারের কয়েকজন বুদ্ধিজীবী রাজনীতিবিদদের সম্মান করতে জানেন না। দেশ কীভাবে চলছে কেউ জানে না। প্রশাসন কাজ করছে না।’

তিনি বলেন, ‘১৭ বছর আন্দোলনে আমরা পিছুপা হইনি, বরং ঐক্যবদ্ধ হয়েছি। বাংলাদেশে আমরাই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার দল। আওয়ামী লীগের দুঃশাসনে জেল-জুলুম-নির্যাতনের পরও আমাদের নেত্রী মাথা নত করেননি। ছয়টি বছর ধরে বিদেশে বসে নেতৃত্ব দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের ঘোষিত ৩১ দফাই হচ্ছে সংস্কার।’

তিনি আরও বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কৃষক ফসলের ন্যায্যমূল্য পাচ্ছে না। দাম কমানোর কোনো উদ্যোগ নিচ্ছে না এই সরকার। এই সরকার জনগণের ভাষা বোঝে না। কীভাবেই বা বুঝবে, তারা তো জনগণের সরকার না। জনগণের ভাষা হচ্ছে সুষ্ঠু নির্বাচন।’

‘জনগণ ও তরুণদের দাবি, সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগ করে একটি গণতান্ত্রিক সরকারকে নির্বাচিত করা। এই কাজ যদি অন্তর্বর্তী সরকার করতে পারে, তাহলে পাশে আছি। সুষ্ঠু ভোটাধিকারের মাধ্যমে সঠিক নির্বাচন চাই।’

সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, ‘একটি সরকার সিদ্ধান্তহীনতায় চলতে পারে না। একটি অন্তর্বর্তী সরকার শুধু সংস্কার নিয়ে কথা বলবে, সেটা মেনে নেবে না বিএনপি।’

শেয়ার করুন