চীন ও ভারতের প্রচেষ্টায় এশিয়ায় বাড়ছে ক্যাশলেস লেনদেন

মত ও পথ ডেস্ক

ডিজিটাল লেনদেন
নমুনা ছবি

এশিয়াজুড়ে নগদ অর্থ দিয়ে লেনদেন দ্রুত অদৃশ্য হয়ে যাচ্ছে। লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে কিউআর কোড বা অন্যান্য মোবাইল ফোনভিত্তিক প্রযুক্তি। এক পূর্বাভাসে বলা হচ্ছে, অঞ্চলটিতে ২০২৭ সালের মধ্যে নগদ অর্থ লেনদেনের ক্ষেত্রে মাত্র ১৪ শতাংশ অবদান রাখবে। যা ২০১৯ সালের প্রায় ৪৭ শতাংশ থেকে অনেক কম। মার্কিন পেমেন্ট প্রসেসিং কোম্পানি ওয়ার্ল্ডপে এ তথ্য জানিয়েছে।

দেশীয় ডিজিটাল সেটেলমেন্ট সিস্টেমের প্রচার ও পশ্চিমা ক্রেডিট কার্ড ব্র্যান্ডগুলোর আধিপত্য হ্রাস করতে ভারত ও অন্যান্য দেশের প্রচেষ্টায় মূলত ক্যাশলেস লেনদেনে গতি বেড়েছে।

২০১৬ সালে ভারত সরকার আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস চালু করে। এই মোবাইল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে ব্যবহারকারীরা রিয়েল-টাইম পেমেন্ট করতে পারে। ২০২৩ সালে এই অ্যাপ ব্যবহার করে ১৩১ বিলিয়নের বেশি লেনদেন সম্পন্ন করা হয়।

চীনে এক বিলিয়নের বেশি মানুষ আলিপে বা অন্যান্য পেপেন্ট অ্যাপ ব্যবহার করছে। ২০২৭ সালের মধ্যে দেশটিতে নগদ অর্থ দিয়ে ৩ শতাংশ লেনদেন হতে পারে।

বলা হচ্ছে, এশিয়ায় ক্যাশলেস লেনদেন দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ১৪টি দেশ ও অঞ্চলে ২০২৭ সালের মধ্যে গড় নগদ অর্থে লেনদেন দাঁড়াতে পারে ১৪ শতাংশে। যা ইউরোপের ১২ শতাংশের চেয়ে সামান্য বেশি।

ফরাসি কনসালটেন্সি ক্যাপজেমিনি এক পূর্বাভাসে জানিয়েছে, ২০২৮ সালের মধ্যে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বার্ষিক এক দশমিক ৪৬ ট্রিলিয়ন ক্যাশলেস লেনদেন হবে। যা উত্তর আমেরিকার তুলনায় চার গুণেরও বেশি, যেখানে ক্রেডিট কার্ড ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

এশিয়ায় ক্যাশলেস লেনদেনের ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে মোবাইল ফোন। একটি ফোন নম্বর ও কিছু তথ্য হলেও খুব সহজে লেনদেন করতে সক্ষম হচ্ছে মানুষ।

সূত্র: নিক্কেই এশিয়া

 

শেয়ার করুন