রাজধানী ঢাকার মোহাম্মদপুরে দিনদুপুরে একজন এসিল্যান্ডের গাড়িচালককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এছাড়া সেখানে থাকা সিটিটিভি ফুটেজ নষ্ট করেছে তারা।
বুধবার দুপুরে ঢাকা উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত হয়ে গাড়িচালক হারুন অর রশিদ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) চিকিৎসাধীন আছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২ টার দিকে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকার ৪৫ নম্বর বাসার নিচে এসিল্যান্ডের গাড়িচালক হারুন অর রশিদকে ৬/৭ জন দুর্বৃত্তরা মিলে কুপিয়ে জখম করে। পরবর্তীতে তারা বাসাটির সিসিটিভি ফুটেজ নষ্ট করে ও ডিভিডিয়ার নিয়ে চলে যায়।
এ ঘটনায় গুরুতর আহত হলে স্থানীয়রা ভুক্তভোগীকে ঢামেকে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’