সৌদি ও মালয়েশিয়াগামী কর্মীদের ফ্লাইট খরচ কমাল বিমান

নিজস্ব প্রতিবেদক

বিমানের ফ্লাইট
ফাইল ছবি

সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ফ্লাইটের টিকিটের দাম কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে এ খরচ কমানো হয়েছে বলে আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে আগামী ৩০ জুন পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, মদিনা ও দাম্মামগামী কর্মীদের জন্য ফ্লাইটের টিকিটের দাম ৩৬০ ডলার (কর ছাড়া) নির্ধারণ করা হয়েছে।

এই খরচ বর্তমানে জেদ্দার জন্য ৪৮০ ডলার, রিয়াদের জন্য ৪০০ ডলার, মদিনার জন্য ৪৩০ ও দাম্মামের জন্য ৪০০ ডলার।

অন্যদিকে, মালয়েশিয়ার কুয়ালালামপুরগামী কর্মীদের জন্য বর্তমান টিকিট খরচ ১৭৫-১৮০ ডলারের পরিবর্তে ১৫০ (কর ব্যতীত) ডলার নির্ধারণ করা করেছে।

শুধু বিএমইটি কার্ডধারী কর্মীরা এই বিশেষ দামে টিকিট কিনতে পারবেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

 

শেয়ার করুন