বাংলা পঞ্জিকা অনুসারে আজ পয়লা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। একই সঙ্গে আজ ১৪ ফেব্রুয়ারি ‘বিশ্ব ভালোবাসা দিবস’। বসন্ত ও ভালোবাসা মিলেমিশে আজ রাজধানীসহ সারা দেশ মাতবে ফাল্গুনী উদ্দীপনায়। দখিনা সমীরণে ফাল্গুনী হাওয়া উদাস করে প্রেমিক-প্রেমিকার হৃদয়ের জমিনে ভালোবাসার ঢেউ তুলবে ঋতুরাজ। বাসন্তী আবিরের সঙ্গে খোঁপায় হলুদ গাঁদা আর মাথায় ফুলের টায়রার অনন্য সুষমায় ফুটে উঠবে ফাগুনমিশ্রিত ভালোবাসার উন্মাদনা। বাসন্তী রঙে তরুণীর সঙ্গে পাল্লা দিয়ে তরুণরাও পিছিয়ে নাই।
আবহমান বাংলার বাসন্তীদের হৃদয়ে তরুণরাও ধরা দেবে একরাশ ফাল্গুনী সাজে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, চারুকলা অনুষদ, সোহরাওয়ার্দী উদ্যান, শিল্পকলা একাডেমি, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, বলধা গার্ডেন, বেইলি রোড, ধানমন্ডি লেক, রবীন্দ্রসরোবরে ছড়িয়ে যাবে ভালোবাসাময় বসন্তের মিছিল। প্রিয়ার শাড়ির ভাঁজ, হাঁটার ছন্দ, চোখোচোখি সবকিছুতেই থাকবে প্রেমিক পুরুষের বসন্ত মিশ্রিত ভালোবাসার উচ্ছলতা আর উন্মাদনা। একটা গোলাপ ফুল, বই, চকোলেট, ক্যান্ডি, পারফিউম, নীল খামে হালকা লিপস্টিকের দাগ মিশ্রিত ছোট্ট চিরকুট আর তাতে দুই ছত্র গদ্য অথবা পদ্য হয়ে উঠতে পারে উপহারের অনুষঙ্গ। শৌখিন উপঢৌকন বিনিময়ের পাশাপাশি কবিতা ও ছন্দমিশ্রিত খুদে বার্তায় ভরে যাবে মুঠোফোনের ম্যাসেজ বক্স। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপেও ছড়িয়ে যাবে পরাণের গহিনের উষ্ণতা। বসন্ত আর ভালোবাসার মিশেলের এ দিন বরণ করার লক্ষ্যে শাহবাগে ফুলের দোকান আর আজিজ মার্কেটের শাড়ি-পাঞ্জাবির দোকানগুলোয় গত কয়েকদিন ধরে লক্ষ্য করা গেছে উপচেপড়া ভিড়। সারা দেশের মতো রাজধানীর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও নাচ, গান, আবৃত্তিসহ নানা আয়োজনে আজ বসন্ত ও ভালোবাসা দিবস উদযাপন করবে।
বসন্ত বরণের কর্মসূচি : জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ বরাবরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় বসন্ত উৎসব ১৪৩১ আয়োজন করেছে। এটি নিয়মিত আয়োজনের ৩১তম আসর। আজ সকাল ৭টা ১৫ মিনিটে বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের সমবেত বাদ্যযন্ত্র পরিবেশনার মধ্য দিয়ে উৎসব শুরু হবে। দেশের অগ্রগণ্য নৃত্য ও সংগীতের দলগুলো, বরেণ্য শিল্পীরা, শিশু-কিশোর ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবেশনা দিয়ে সাজানো থাকবে এ আয়োজন। এ ছাড়া থাকছে বসন্ত কথন পর্ব, প্রীতি বন্ধনী ও আবির বিনিময়। ঢাবির চারুকলা অনুষদের বকুলতলার পাশাপাশি প্রতিবছরের মতো এবারও একযোগে পুরান ঢাকার বাহাদুর শাহ্ পার্ক ও উত্তরা ৩ নম্বর সেক্টরের উন্মুক্ত মঞ্চে উৎসবের কার্যক্রম থাকছে।