উপাচার্যের বাসার গেট ভেঙে ঢুকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিন্ডিকেট সভা বাতিল

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনের লক্ষে গোপন সিন্ডিকেট সভা আহ্বানের অভিযোগ তুলে প্রতিবাদ সভা ও বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা। এ সময় তারা উপাচার্যের বাসভবনের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ায় সিন্ডিকেট সভা বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গতকাল শুক্রবার দুপুরে বাসভবনে সিন্ডিকেট সভার ডাক দেন উপাচার্য শুচিতা শরমিন। বৈষম্যবিরোধীরা উপাচার্যের বিরুদ্ধে দুই শিক্ষক প্রতিনিধিকে সিন্ডিকেট থেকে বাদ দিয়ে আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনের অভিযোগ তোলেন। এ ছাড়া পাতানো সিন্ডিকেট প্রতিহত করার ডাক দিয়ে বিক্ষোভ শুরু করেন।

এ সময় তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে নানা স্লোগান দেন। পরে বেলা সাড়ে ৩টার দিকে তারা উপাচার্যের বাসভবনের ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন। পরে সিন্ডিকেট সভা বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ সময় বৈষম্যবিরোধীরা দাবি করেন, শুক্রবার বিকেলে উপাচার্য যে সিন্ডিকেট সভা আহ্বান করেছেন, তাতে কোনো এজেন্ডা নেই। নিজের স্বার্থে সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি কোনো গোপনীয়তার সঙ্গে এই সভা আহ্বান করেছেন। তারা এই সিন্ডিকেট সভা মানেন না বলে দাবি করেন।

বৈষম্যবিরোধীর বলেন, কয়েক মাস আগে শিক্ষার্থীদের পক্ষ থেকে ২২ দফা দাবি জানানো হয়েছিল। কিন্তু আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। তারা পাতানো সিন্ডিকেট দিয়ে আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসন করতে চাচ্ছেন। এই পাতানো সিন্ডিকেট মানি না। এ সময় তারা ১০ দফা দাবি তুলে ধরেন।

শেয়ার করুন