সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক

মত ও পথ ডেস্ক

ফাইল ছবি

তেলবাহী ট্রেনের লরি লাইনচ্যুত হয়ে সিডিউল বিপর্যয় ঘটে রেলের সিলেট রুটে। অবশেষে প্রায় ১২ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হলো।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১১টা থেকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এর আগে রাত ১১টায় তেলবাহী ট্রেনের লরি লাইনচ্যুত হওয়ায় সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

সিলেট রেলস্টেশন ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমার পারাইচকে তেলবাহী ট্রেনের একটি লরি লাইনচ্যুত হয়। তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে ছেড়ে আসে। এ কারণে ট্রেন চলাচলে সিডিউল বিপর্যস্ত হয়। এতে সিলেট থেকে রাত ১১টায় উপবন ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটির যাত্রা বাতিল করা হয়।

এছাড়া ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর কালনী ও উপবন এবং চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর উদয়ন এক্সপ্রেসটি পথে আটকা পড়ে। পরে কুলাউড়া রেলওয়ে জাংশন থেকে উদ্ধারকর্মীরা রিলিফ ট্রেন নিয়ে এসে গভীর রাতে উদ্ধার কার্যক্রম শুরু করেন।

তিনি বলেন, আজ সকাল ৯টার পর রেলপথ স্বাভাবিক হলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর উদয়ন এক্সপ্রেসও ঢাকা থেকে ছেড়ে আসা উপবন ও কালনী এক্সপ্রেস আজ সকাল সাড়ে ৯টার পর গন্তব্যস্থল সিলেট স্টেশনে এসে পৌঁছায়। এছাড়া সকাল সোয়া ৬টায় আন্তঃনগর কালনী এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও বিলম্বে সকাল ১১টা ১০ মিনিটে সিলেট থেকে ছেড়ে যায়।

শেয়ার করুন