উত্তপ্ত খুলনা: শিববাড়ি মোড়ে ছাত্রদল ও বৈষম্যবিরোধীদের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

কুয়েটে সংঘর্ষের পর খুলনার শিববাড়ি মোড়ে কর্মসূচি ডেকেছিল বৈষমবিরোধী ছাত্র আন্দোলন। একই স্থানে কর্মসূচি দিয়েছে ছাত্রদলও। তাদের সঙ্গে যোগ দেয় বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দুই পক্ষ একই মোড়ে অবস্থান নেওয়ায় পাল্টাপাল্টি স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে শিববাড়ি মোড়।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটায় দুই পক্ষ এ কর্মসূচি শুরু করে। পরে রাত ১১টার দিকে উভয় পক্ষই ঘটনাস্থল ছেড়ে যায়।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, শিববাড়ি মোড়ে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। এরই মধ্যে শিববাড়ি মোড় ত্যাগ করেছেন আন্দোলনকারীরা।

এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোড়ে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এর আগে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে উত্তেজনা দেখা দেয়। এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। হামলায় আহত হন বেশ কয়েকজন।

শেয়ার করুন