কুয়েটে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে মামলা

মত ও পথ ডেস্ক

কুয়েট
কুয়েট। ফাইল ছবি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করা হয়েছে। খানজাহান আলী থানায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কুয়েটের জনসং‌যোগ কর্মকর্তা শাহেদুজ্জামান শেখ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুয়েটের সহকারী রেজিস্ট্রার (লিগ্যাল) মো. সাইফুর রহমান বাদী হয়ে খানজাহান আলী থানায় মামলাটি করেন।

কুয়েটের জনসংযোগ কর্মকর্তা শাহেদুজ্জামান শেখ জানান, গত মঙ্গলবার ঘটনার প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে উপাচার্য শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা ও যে কোনো অন্যায়ের বিচার করার প্রতিশ্রুতি দেন। কোনোরূপ কালক্ষেপণ না করে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করে উপাচার্য দ্রুত সহযোগিতার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। এছাড়া ছাত্রদের দাবি বাস্তবায়নের জন্য উপাচার্য সব ডিন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, সব পরিচালক ও প্রভোস্টদের নিয়ে বিকে‌লে একটি সভার আহ্বান করেন। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হওয়ার আগেই বহিরাগত কিছু সন্ত্রাসী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হলে উপাচার্য, উপ-উপাচার্যসহ আরও কয়েজন শিক্ষক স্ব-শরীরে সংঘর্ষের স্থানে যান এবং শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বহিরাগত সন্ত্রাসীদের নিবৃতের চেষ্টা করেন। এসময় কয়েকজন উপাচার্য, শিক্ষক, বহু শিক্ষার্থীসহ কয়েকজন কর্মচারী আহত হয়ে কুয়েট মেডিকেল সেন্টারে ভর্তি হন। এসময় উপাচার্যের শারীরিক অবস্থার অবনতি ঘটলেও শিক্ষার্থীদের দাবি দ্রুত সময়ের মধ্যে পূরণের আশ্বাস দেন তিনি। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে এবং আর যাতে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহযোগিতার জন্য অনুরোধ জানানো হয়েছে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, কুয়েটে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মো. সাইফুর রহমান মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন