আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান— অপারেশন ডেভিল হান্টে সারা দেশ থেকে আরও ৫৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে আজ সোমবার দুপুর পর্যন্ত ১৬ দিনে সারা দেশে এই অভিযানে মোট ৯ হাজার ২৫৩ জনকে গ্রেপ্তার করা হলো।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সদরদপ্তর জানিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন ডেভিল হান্টে সারা দেশ থেকে আরও ৫৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আরও ৯৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবমিলিয়ে সারাদেশ থেকে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৫৪৩ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় আসামি গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র উদ্ধার করেছেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা। এরমধ্যে ১টি বিদেশি পিস্তল, ১টি কাঠের বাটযুক্ত পিস্তল, ৩টি ম্যাগজিন, ১২ রাউন্ড গুলি (৭.৬৫), ১টি মালবাহী ট্রাক ও ২৫০ গ্রাম উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে গত ৮ ফেব্রুয়ারি থেকে দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়। এতে পুলিশ-র্যাবের পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যরা এ অভিযানে অংশ নিচ্ছেন।