আফগানিস্তানে শিলা-ভারী বৃষ্টিতে অন্তত ২৯ জনের মৃত্যু

মত ও পথ ডেস্ক

সংগৃহীত ছবি

শিলাসহ ভারী বৃষ্টির কারণে আফগানিস্তানের দুটি প্রদেশে ২৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

পশ্চিম ফারাহ প্রদেশে শিলাবৃষ্টির কারণে ২১ জনের মৃত্যু এবং ছয়জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন সেখানের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ ইসরাইল সায়ার।

তিনি বলেন, মৃতরা দুইটি পরিবারের সদস্য। তারা সেখানে পিকনিক করতে গিয়েছিলেন।

অন্যদিকে দক্ষিণ কান্দাহারে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে সেখানের বিভিন্ন স্থানে আট জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

বিবৃতিতে বলা হয়, চার জন নারী কাপড় ধোয়ায় ব্যস্ত থাকা অবস্থায় বন্যার পানিতে ভেসে গেছেন। তাছাড়া একটি বাড়ির ছাদ ধসে আরও চারজন মারা গেছেন।

বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে আফগানিস্তান অন্যতম। দেশটি জলবায়ু পরিবর্তনের প্রভাবে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।

২০২৩ সালে জাতিসংঘের উন্নয়ন সংস্থার আফগানিস্তান প্রতিনিধি স্টিফেন রড্রিকেস বলেছিলেন, যে খরা, বন্যা, ভাঙন ও কৃষি উৎপাদনশীলতা হ্রাসই দেশটির প্রধান হুমকি।

গত বছরের মে মাসে আকস্মিক বন্যায় আফগানিস্তানে শত শত মানুষের মৃত্যু হয়। ডুবে যায় অধিকাংশ কৃষি জমি।

সূত্র: এএফপি

শেয়ার করুন