আত্মহত্যা করেছেন ‘নাইট রাইডার’ অভিনেত্রী পামেলা

মত ও পথ ডেস্ক

সংগৃহীত ছবি

নিজ বাড়ি থেকে ‘নাইট রাইডার’ খ্যাত অভিনেত্রী পামেলা বাখের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জলসের স্থানীয় সময় বুধবার (৫ মার্চ) হলিউড হিলসের নিজ বাড়িতে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেস মেডিকেল এক্সামিনারের কার্যালয়।

পামেলা বাখ জনপ্রিয় টিভি সিরিজ ‘নাইট রাইডার’ ও ‘বেওয়াচ’র নায়ক ডেভিড হ্যাসেলহফের প্রাক্তন স্ত্রী ছিলেন। ‘নাইট রাইডার’-এর সেটে হ্যাসেলহফের সঙ্গে পামেলা বাখের পরিচয়। এরপর ১৯৮৯ সালে দুইজন বিয়ে করেন। ২০০৬ সালে তাদের বিচ্ছেদের আগে পামেলা-হ্যাসেলহফ জুটি ‘বেওয়াচ’- এ অভিনয় করেন।

হ্যাসেলহফ এক বিবৃতিতে বলেন, পামেলা হ্যাসেলহফের মৃত্যুতে আমাদের পরিবার গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে আমরা যে ভালোবাসা এবং সমর্থন পেয়েছি তার জন্য আমরা কৃতজ্ঞ, তবে আমরা শোক প্রকাশ করার সময় এবং এই কঠিন সময় পার করার সময় দয়া করে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানাচ্ছি।

ওকলাহোমার তুলসায় জন্মগ্রহণকারী বাখ ১৯৭০ এর দশকে অভিনয় শুরু করেন। হ্যাসেলহফের সঙ্গে তার দুটি কন্যা সন্তান রয়েছে।

তার কন্যা হেইলি অ্যাম্বার হ্যাসেলহফ ইনস্টাগ্রামে তার মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাবা-মায়ের একটি ছবি পোস্ট করেছেন।

বাখের প্রতিনিধি, শ্যারন কেলি, টিএমজেডকে জানিয়েছেন যে তিনি তার মৃত্যুতে হতবাক হয়েছেন। তিনি বলেন, আমার হৃদয় তার পরিবার, তার সুন্দরী কন্যা এবং নাতনির জন্য ব্যথিত, যাদের সম্পর্কে পামেলা ক্রমাগত উচ্ছ্বাস প্রকাশ করতেন এবং গভীরভাবে ভালোবাসতেন।

পামেলা বাখ আরও যেসব বিখ্যাত সিরিজে অভিনয় করেছেন সেগুলো হলো- সোপ অপেরা দ্য ইয়াং অ্যান্ড দ্য রেস্টলেস, চিয়ার্স, দ্য ফল গাই, টি.জে. হুকার, সুপারবয় এবং ভাইপার।

শেয়ার করুন