ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মশালমিছিল করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। এর আগে তাঁরা রাজু ভাস্কর্যের সামনে এক ঘণ্টা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন। সেখানে তাঁরা ‘উই ওয়ান্ট জাস্টিস, হ্যাং দ্য রেপিস্ট’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’, ধর্ষকের গদিতে আগুন জ্বালো একসাথে’ ইত্যাদি স্লোগান দেন।
মশালমিছিলটি রাজু ভাস্কর্যের সামনে থেকে ভিসি চত্বর হয়ে রাত পৌনে নয়টায় এই প্রতিবেদন লেখার সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে রয়েছে।