৯৬টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলে সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন ভবন
ফাইল ছবি

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে জুলাই-আগস্ট আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে নিবন্ধন পাওয়া ৯৬টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করতে সুপারিশ করেছে পর্যবেক্ষক নীতিমালা সংস্কার উপ-কমিটি।

আজ মঙ্গলবার (১১ মার্চ) নির্বাচন কমিশন এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে আগামী নির্বাচনে প্রবাসীদের আকাঙ্খা ও প্রত্যাশা পূরণ করতে হলে পোস্টাল ব্যালটের পরিবর্তে প্রক্সি ভোটে যেতে হবে আর এটি বেশ কিছু দেশে আছে এমন কথা জানিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, এটি একমাত্র পদ্ধতি যার মাধ্যমে রিয়েল টাইমে ভোট নেয়া সম্ভব একজন প্রবাসীর।

প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে তিনটি বিকল্প পদ্ধতি নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন। পদ্ধতিগুলো হলো- সময়ের মধ্যে সম্পাদনযোগ্য একটি পোস্টাল ব্যালট পদ্ধতি, অনলাইন পদ্ধতি এবং প্রক্সি ভোটিং।

আগামী নির্বাচনে প্রবাসীদের আকাঙ্খা ও প্রত্যাশা পূরণ করতে হলে প্রক্সি ভোটে যেতে হবে মনে করছে কমিশন বলেও জানান মোহাম্মদ সানাউল্লাহ।

প্রক্সি ভোটের সম্ভাব্য পদ্ধতি ঠিক করার পর রাজনৈতিক দলসহ বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করবে ইসি- এ কথা জানিয়ে তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো রাজি হলে বর্তমান আইনের পরিবর্তন করতে হবে।

এ যাবতকালে নির্বাচনের সঙ্গে যুক্ত এবং কারাবন্দিরা ভোট দিতে পারলেও পোস্টাল ব্যালটে প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারেননি। ৫ আগস্টের পর পট পরিবর্তনে অন্তর্বর্তী সরকার প্রবাসী বাংলাদেশি ভোটারদের ভোটে অন্তর্ভুক্ত করতে আগ্রহ প্রকাশ করায় এ নিয়ে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। প্রবাসীরা কোন পদ্ধতিতে সহজে ভোট দিতে পারবেন তা নিয়ে ইসি একটি কমিটি গঠন করে।

শেয়ার করুন