জননিরাপত্তা নিশ্চিত করা হোক

সম্পাদকীয়

প্রতীকী ছবি

একটি বিশেষ পরিস্থিতিতে গত বছর অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব নিয়েছে। তারপর যেসব ক্ষেত্রে এ সরকারকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, তার মধ্যে অন্যতম হলো আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা। কিন্তু গত ৫ ফেব্রুয়ারি থেকে পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে ওঠে। এ রকম প্রেক্ষাপটে সরকার ৮ ফেব্রুয়ারি থেকে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরুর ঘোষণা দেয়।

দুঃখজনক হলেও সত্য, এই অভিযানের মধ্যেও অপরাধ বেড়েই চলেছে। কিশোর গ্যাংয়ের উৎপাত, চলন্ত বাসে ছিনতাই, ধর্ষণ, রাহাজানি প্রতিদিনই সংবাদ শিরোনাম হচ্ছে। বলা যায়, দেশের বিভিন্ন স্থানে এমনকি খোদ রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, খুন, ডাকাতি, মব-সন্ত্রাস, ছিনতাই, রাহাজানিসহ ধর্ষণের ঘটনা বেড়েছে।

আমরা মনে করেছিলাম, অপারেশন ডেভিল হান্টে এই অপরাধীদের সবাইকে একে একে ধরা হবে। কিন্তু কোথাও অঘটন না ঘটা পর্যন্ত কেউ ধরা পড়ে না। তাহলে সরকার কিসের বিরুদ্ধে এই অভিযানে নেমেছে? তাছাড়া সংবাদমাধ্যমে যেসব তথ্য এসেছে, তাতে দেখা যায়, অপারেশন ডেভিল হান্টে আটক ব্যক্তিদের ৯০ শতাংশ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মী। তাহলে বর্তমানে যারা অপরাধ করে বেড়াচ্ছে, তারা কি পার পেয়ে যাবে?

বাস্তবতা পর্যালোচনায় বলা যায়, অন্তর্বর্তী সরকার দেশবাসীর জান, মাল ও ইজ্জতের  নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। দেশবাসী রাস্তায় চলার সময় দিন, দুপুর, রাতে—কখনোই নিরাপদবোধ করছে না। প্রতিনিয়ত ধর্ষণ, ছিনতাইসহ বিভিন্ন অরাজকতা দেখতে হচ্ছে। এতে দেখা যাচ্ছে উদ্বেগ-উৎকণ্ঠা। ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় ঢাকাসহ বিভিন্ন শহরে প্রতিবাদ-বিক্ষোভ হচ্ছে। এছাড়া প্রকাশ্যে হত্যার ঘটনা, গণপিটুনিতে হত্যা, বাড়ি থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করারও ঘটনা রয়েছে। এদিকে সাম্প্রতিক সময়ে কুষ্টিয়া এলাকায় স্বশস্ত্র সন্ত্রাসীদের আনাগোনাও বেড়েছে বলে নজরে এসেছে স্থানীয়দের। ফেব্রুয়ারি মাসে গভীর রাতে আগ্নেয়াস্ত্র নিয়ে কুষ্টিয়ার গড়াই নদীর তীরে অন্তত তিনটি ডাকাতি ও গোলাগুলির ঘটনা ঘটেছে।

চলমান পরিস্থিতি নিয়ে ক্ষুদ্ধ কেউ কেউ অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও তুলেছেন। এমনটি এই সরকারের চরম ব্যর্থতা। আমরা চাই সরকার জননিরাপত্তা নিশ্চিতে যা যা করা প্রয়োজন সেইসব পদক্ষেপ আগে নেবে। কারণ দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা অবশ্যই সরকারের দায়িত্ব।

শেয়ার করুন