‘রোজার দিন এসব কাজ ভালো না’ বলায় ক্ষিপ্ত হয়ে যুবককে পিটিয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি

পিটিয়ে হত্যা
প্রতীকী ছবি

ময়মনসিংহের গফরগাঁওয়ে পিটুনিতে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে পৌর শহরের শিলাসী কড়ইতলা আশ্রয়ণ প্রকল্প এলাকায় রোজার দিনে মাদকাসক্ত একদল যুবকের হাতে খুন হয়েছেন ইমরান নামে এক যুবক।

নিহত ইমরান শিলাসী কড়ইতলা আশ্রয়ন কেন্দ্রে বাসিন্দা। এক বছর আগে বিয়ে করেছেন তিনি। তার স্ত্রী সাবিনা ৮ মাসের সন্তান সম্ভবা। অভিযুক্ত সানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিহ্নিত দালাল।

জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন ইমরান। পথে দেখেন কড়ইতলা আশ্রয়ণ প্রকল্পের সামনে সানীর নেতৃত্বে দুই মাদকসেবী মোটরসাইকেলে বসে ইয়াবা সেবান করছে এবং উচ্চস্বরে অসংলগ্ন কথাবার্তা বলছে। ইমরান প্রতিবাদ করে বলে রোজার দিন এসব কাজ ভালো না। এ সময় সানী ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল থেকে রড বের করে ইমরানের পথরোধ করে। প্রথমে ইমরানের কাছে ৭০০ টাকা পাওনা দাবি করে। কথা-কাটাকাটির এক পর্যায়ে ইমরানকে পেটাতে শুরু করে সানী। এলাকাবাসী এগিয়ে এলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় মাদকসেবীরা। এলাকাবাসী ইমরানকে উদ্ধার করে রিকশায় করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সানী ও তার লোকজন হাসপাতালের সামনে আবার তাকে মারধর করে। হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাসেবা দিতে বাধা দেয়। পরিবারের লোকজন মাইক্রোবাসে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেল ৬টার দিকে মারা যান ইমরান।

ইমরানের বোন চম্পা কাঁদতে কাঁদতে জানান, হাসপাতালের সামনে আবার মারধর না করলে এবং হাসপাতালে চিকিৎসাসেবা দিতে দিলে হয়তো ইমরানকে বাঁচানো যেত।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে গফরগাঁওয়ে মাছ ধরাকে কেন্দ্র করে হামলায় গুরুতর আহত দুলাল মিয়ার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

জানা গেছে, গত বুধবার সকালে লংগাইর ইউনিয়নের গুলাবাড়ি প্রামের দুলাল মিয়া ও তার ছেলে জুলফিকার বাড়ির পাশের খাদে মাছ ধরছিলেন। এ সময় তাদের ওপর একই এলাকার মুনছুর আলী ও আনছার আলীর নেতৃত্বে ৭-৮ জন হামলা চালায়। স্বজনরা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় দুলাল মিয়ার মৃত্যু হয়েছে।

প্রতিবেশী মজনু মিয়া জানান, প্রয়াত বিএনপি নেতা জহিরুল মন্ডলের কাছ থেকে ১০ বছর আগে দুলাল মিয়া খাদ ক্রয় করে মাছ চাষ করে আসছেন।

নিহত দুলালের ছেলে শেখ সাদি বলেন, ‘সন্ত্রাসীরা আমার বাবাকে মেরে ফেলেছে। আমাদের পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখাচ্ছেন হামলাকারীরা।’

পাগলা থানার ওসি ফেরদৌস আহমেদ বলেন, অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন