ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্লাটফর্ম সদস্যদের সঙ্গে গতকাল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ।
মামলায় ১২ জনের নাম উল্লেখ করে এবং আরও ৭০-৮০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
আজ বুধবার রমনা থানার উপপরিদর্শক আবুল খায়েরের দায়ের করা এ মামলায় যে ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে অন্তত ২ জন দাবি করেছেন যে, তারা সে সময় ঘটনাস্থলে ছিলেন না।
দেশে চলমান নারীর ওপর সহিংসতা, ধর্ষণের প্রতিবাদে গতকাল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্লাটফর্ম সদস্যরা।
এ ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলায় বলা হয়, মঙ্গলবার বিকেল ৩টা ৩৫ মিনিটে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বিক্ষোভকারীদের ব্যারিকেড দিয়ে বাধা দেওয়া হয়। তাদের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ করা হলে তারা উল্টো পুলিশের ওপর চড়াও হয় এবং পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা করে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। হামলায় রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুনসহ অন্তত ৭ পুলিশ সদস্য আহত হন।
মামলার ৪ নম্বর আসামি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের আহ্বায়ক আরমানুল হক এবং ৭ নম্বর আসামি ছাত্র ফেডারেশনেরের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান রিচার্ড সে সময় ঘটনাস্থলে ছিলেন না বলে দাবি করেছেন।
আরমান সে সময় দিনাজপুরের খানসামা উপজেলায় ছিলেন বলে দাবি করেছেন।
তিনি বলেন, আমি গত ২৭ ফেব্রুয়ারি থেকে উত্তরের জেলাগুলোতে সাংগঠনিক কাজে আছি। ঢাকা থেকে ৩০০ কিলোমিটার দূরে থেকেও আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। এটি আওয়ামী লীগ শাসনামলের ধারাবাহিকতা। তাদের সময়ে মৃতদেরও আসামি করা হতো।
অপরদিকে রিচার্ড বলেন, আমি ঘটনার সময় ধানমন্ডি এলাকায় ছিলাম। কিন্তু পুলিশ আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে।
সংঘর্ষের সময় আরমান ও রিচার্ড না থাকলেও মামলায় তাদের নাম উল্লেখ করা হয়েছে কেন, জানতে চাইলে মামলার বাদী এসআই খায়ের বলেন, হামলার ঘটনার তথ্য সংগ্রহের পর আমরা মামলা দায়ের করেছি। যদি কোনো ভুল থাকে, তাহলে তদন্ত কর্মকর্তা তদন্তের সময় সংশোধন করবেন।