রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় সেলিম (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পরিবারের দাবি স্থানীয় মাদক ব্যবসায়ীরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
শুক্রবার রাত ৮টার দিকে স্বজনরা সেলিমকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সেলিম মিরপুর পল্লবী রোডের ১৫ নম্বর লাইনের গোলাম মোহাম্মদের ছেলে। তিনি একটি পাঞ্জাবির কারখানায় এমব্রয়ডারির কাজ করতেন বলে জানিয়েছে স্বজনরা।
নিহত সেলিমের খালা ইয়াসমিন আক্তার জানান, সেলিম স্ত্রী ও এক সন্তানকে নিয়ে মিরপুর ১১ বিহারী ক্যাম্প ওয়াবদা কলোনি বিল্ডিংয়ে থাকতো। সন্ধ্যার দিকে ওয়াবদা বিল্ডিং এর পাশে মাঠে পূর্ব শত্রুতার জেরে সেলিমকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখে। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মারা যায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘আজ রাতের দিকে ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়েছিল। দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’