গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়াল

মত ও পথ ডেস্ক

গাজায় ধ্বংসস্তূপে প্রতিদিনই মিলছে লাশ
গাজায় ধ্বংসস্তূপে প্রতিদিনই মিলছে লাশ। ফাইল ছবি

রাফাহ এবং খান ইউনিসের কয়েকটি বাস্তুচ্যুত শিবিরে ভয়ংকর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়াও চলে স্থল অভিযান, ইসরাইল থেকে ছোড়া হয় কামানের গোলা। গাজা উপত্যকায় ইসরায়েলের এসব হামলায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।

হামাসের নিয়ন্ত্রণাধীন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, গত ২৪ ঘন্টায় গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় ৪১ জন ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। এর ফলে চলমান গাজা যুদ্ধে এই পর্যন্ত ৫০ হাজার ২১ জন নিহত হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় ধ্বংসস্তূপ থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের সংখ্যায় এই মরদেহ দুটিও যুক্ত করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলিদের হামলায় ৬১ জন আহত ব্যক্তিকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এর ফলে ইসরায়েলি আক্রমণে মোট আহতের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ২৭৪ জনে দাঁড়িয়েছে।

বিবৃতি অনুযায়ী, অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছে, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।

১৮ মার্চ যুদ্ধবিধ্বস্ত গাজায় আকস্মিক বিমান হামলা করে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি লঙ্ঘন করে নতুন করে শুরু হওয়া এই হামলায় ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ হাজার ২০০ জনের বেশি আহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি কার্যকর হয়। ২ মার্চ এই চুক্তির প্রথম ধাপের মেয়াদ শেষ হয়। এরপর দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরুর কথা ছিল। এই পর্যায়ে গাজা যুদ্ধের অবসান এবং অবরুদ্ধ এই উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীর সরে যাওয়ার কথা ছিল।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধবিরতির প্রথম ধাপের সময়সীমা আরও বাড়িয়ে সকল জিম্মিদের মুক্ত করতে চেয়েছিলেন। তবে হামাস তা প্রত্যাখ্যান করে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনার জন্য তাগিদ দিয়েছিল।

উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। এছাড়া ২০২৩ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করেছিল দক্ষিণ আফ্রিকা।

শেয়ার করুন