ঈদযাত্রার চতুর্থ দিন : যাত্রী বেড়েছে কমলাপুরে, সময়মতো ছাড়ছে ট্রেন

মত ও পথ ডেস্ক

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগাম টিকিটে ঈদযাত্রা শুরু হয়েছে সোমবার থেকে। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) ট্রেনে ঈদযাত্রার চতুর্থ দিন। গত ১৭ মার্চ যারা টিকিট কিনেছেন তারা আজ ট্রেনে যাত্রা করছেন। এবারের ঈদে সারাদেশে চলাচলকারী ১২০টি আন্তঃনগর ট্রেনের বাইরেও রয়েছে পাঁচজোড়া বিশেষ ট্রেন। তাছাড়া বিভিন্ন লোকাল, কমিউটার ও মেইল ট্রেন চলাচল করছে।

অন্যদিকে গত কয়েক দিনের তুলনায় আজ যাত্রী বেড়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। সকাল থেকে সব ট্রেনই ছেড়েছে নির্দিষ্ট সময়ে। কিছুটা বিলম্ব হয়েছে শুধু চিলাহাটি অভিমুখী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের। এবারের ঈদযাত্রায় ট্রেনের সূচি বজায় রাখা ও শিডিউল বিপর্যয় নিরসনে ঢাকাগামী ৯টি ট্রেনের বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন জানান, সাধারণত ঈদে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবচেয়ে বেশি ঘরমুখো মানুষ ট্রেনযোগে ঈদযাত্রা করেন। এ কারণেই বাড়তি নজর রয়েছে কমলাপুরে। যাত্রীদের নিরাপদ যাত্রা সফল করতে আমরা বদ্ধপরিকর।

তিনি বলেন, আজ থেকে যাত্রী বেড়েছে। আমাদের পরিকল্পনাও সেভাবে সাজানো হয়েছে। যাত্রী ভোগান্তি এড়াতে আমাদের এখানে (কমলাপুর স্টেশন) কোনো ট্রেন পৌঁছালে সেটি দ্রুত ছাড়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাছাড়া আজ থেকে ঈদ স্পেশাল ট্রেনও চলাচল করবে।

অন্যদিকে ঈদযাত্রা নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও উৎসবমুখর করতে কমলাপুর রেলওয়ে স্টেশনে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। টিকিট কাউন্টার, প্ল্যাটফর্মসহ সব জায়গায় র‌্যাব, পুলিশ, আনসার সদস্যের পাশাপাশি রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনীর উপস্থিতি চোখে পড়েছে।

স্টেশনের বাইরে দেখা যায়, স্টেশনের প্রবেশমুখে বাঁশ দিয়ে শক্ত করে চারটি লাইন বানানো হয়েছে। যেখানে যাত্রীরা টিকিট প্রদর্শন সাপেক্ষে স্টেশনে প্রবেশের অনুমতি পাচ্ছেন। তিন স্তরের টিকিট চেকার বসানো হয়েছে। বিনা টিকিটে কাউকে প্রবেশের অনুমতি দিচ্ছে না কর্তৃপক্ষ।

তাছাড়া কমিউটার ট্রেনের টিকিট কাটার জন্য সারিবদ্ধভাবে দাঁড়াতে টিকিট কাউন্টারের সামনেও বাঁশের লাইন বানানো হয়েছে। এর ফলে কেউ কাউকে ডিঙিয়ে টিকিট নিতে পারছেন না। সার্বিক পরিস্থিতি নিয়ে প্রশংসা করেছেন যাত্রীরা। আর প্রত্যেক রুটে ট্রেনগুলো শিডিউল মেনে চলার আশাও প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ।

অন্যদিকে আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে।

রেলওয়ের ঈদযাত্রায় নেওয়া কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, চিলাহাটি ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেনগুলোর ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি থাকবে না। আর সুন্দরবন, মধুমতি, বেনাপোল, জাহানাবাদ, রূপসীবাংলা এক্সপ্রেস ও নকশীকাঁথা কমিউটার ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের শহরতলী প্ল্যাটফরম থেকে যাত্রা শুরু করবে বলে জানায় কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ।

এবার ঈদের ফিরতি টিকিট বিক্রি হচ্ছে ৩ এপ্রিল থেকে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আজ বৃহস্পতিবার পাওয়া যাবে আগামী ৬ এপ্রিলের টিকিট। একইভাবে ২৮, ২৯ ও ৩০ মার্চ পাওয়া যাবে যথাক্রমে ৭, ৮ ও ৯ এপ্রিলের টিকিট। তাছাড়া যাত্রীদের ভ্রমণের সুবিধায় গতকাল বুধবার (২৬ মার্চ) থেকে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হচ্ছ না।

শেয়ার করুন