হজ : বাড়িভাড়া-পরিবহন চুক্তির সময় বাড়লো ১০ দিন

মত ও পথ ডেস্ক

ফাইল ছবি

চলতি বছর হজের বাড়ি বা হোটেল ভাড়া এবং পরিবহন চুক্তি সম্পাদনের সময় ১০ দিন বাড়ানো হয়েছে।

বুধবার (২৬ মার্চ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এজেন্সি মালিকদের কাছে সময় বাড়ানোর তথ্য জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ২০২৫ সালে হজযাত্রীদের জন্য বাড়ি বা হোটেল ভাড়া এবং পরিবহন চুক্তি সম্পাদন বিষয়ে সৌদি সরকার কর্তৃক ২৫ মার্চ নির্ধারিত ছিল। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এই সময় ১০ দিন বৃদ্ধি করেছে। একই সঙ্গে বর্ধিত সময়ের মধ্যে কোনো হজ এজেন্সি বাড়ি বা হোটেল ভাড়া এবং পরিবহন চুক্তি সম্পন্ন করতে না পারলে সেই এজেন্সির ইতোপূর্বে মিনার তাঁবু ও সার্ভিস কোম্পানির সঙ্গে সম্পাদিত সেবা চুক্তি বাতিল হয়ে যাবে এবং সেই এজেন্সির হজযাত্রী ২০২৫ সালে হজে যেতে পারবেন না।

এ অবস্থায় ২০২৫ সালের হজে সব হজযাত্রীর হজে গমন নিশ্চিত করার লক্ষ্যে বাড়ি বা হোটেল ভাড়া এবং পরিবহন চুক্তি বর্ধিত সময়ের মধ্যে নুসুক মাশার প্ল্যাটফর্মে আবশ্যিকভাবে সম্পাদনের জন্য এজেন্সিগুলোকে নির্দেশনা দিয়ে চিঠিতে বলা হয়, সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বর্ধিত সময়ের মধ্যে উক্ত চুক্তি সম্পাদনে ব্যর্থ হলে এবং হজযাত্রীরা হজে যেতে না পারলে তার সব দায়দায়িত্ব সংশ্লিষ্ট হজ এজেন্সিকে বহন করতে হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার হজে বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজ পালন করবেন। আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে।

 

শেয়ার করুন