লোহিত সাগরে পর্যটকবাহী সাবমেরিন ‘সিন্দবাদ’ ডুবে ৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

মিশর উপকূলে লোহিত সাগরে পর্যটকবাহী সাবমেরিন সিন্দবাদ ডুবে গেছে। এ ঘটনায় কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে এবং আরও নয়জন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে স্থানীয় সময় ১০ টার দিকে লোহিত সাগরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হুরঘাদার বন্দরের কাছে সাবমেরিনটি ডুবে যায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, সাবমেরিনটি লোহিত সাগরের উপকূলবর্তী এই শহরে হুরঘাদার কাছে পর্যটকদের প্রবাল প্রাচীর দেখাতে নিয়ে যাচ্ছিল। সেই সময় এতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। সাবমেরিন সিন্দবাদে থাকা পর্যটকদের সবাই রাশিয়ার বলে জানিয়েছে মিশরে অবস্থিত রুশ দূতাবাস।

প্রতিবেদনে আরও বলা হয়, শেষ খবর পাওয়া পর্যন্ত ২৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আহত নয়জনের মধ্যে চারজন গুরুতর অবস্থায় রয়েছেন ও তারা মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বলে জানানো হয়েছে।

স্থানীয় প্রশাসন বার্তা সংস্থা রয়টার্সকে ছয়জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। তবে তারা রাশিয়ার কি না, সে ব্যাপারে নিশ্চিত করেনি।

স্থানীয় কতৃপক্ষ বলছে, সাবমেরিনটি ডুবে যাওয়ার কারণ এখনও জানা যায়নি। উদ্ধারদলগুলো কী ঘটেছে তা জানার চেষ্টা করছে।

উল্লেখ্য, হুরঘাদার কাছে সাবমেরিন ডুবে যাওয়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে গত নভেম্বরে সী স্টোরি নামের একটি সাবমেরিন ডুবে যায়।

শেয়ার করুন