চলন্ত ট্রেনে টিকটক: পড়ে গিয়ে মারা গেলেন দুই যুবক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনে টিকটক করতে গিয়ে ছাদ থেকে পড়ে কাইয়ুম (২৩) ও তারেক (২২) নামে দুই যুবক মারা গেছেন।

বুধবার (২ এপ্রিল) বেলা ১১টায় গঙ্গাসাগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাইয়ুম কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাসিন্দা এবং তারেক ব্রাহ্মণবাড়িয়ার কসবার বিল্লাল মিয়ার ছেলে।

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন চলন্ত অবস্থায় ছাদে চার যুবক টিকটক ভিডিও বানাচ্ছিলেন। ট্রেনটি গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন এলাকা অতিক্রম করার সময় ডিস লাইনে লেগে চারজনই ট্রেন থেকে পড়ে যান। এতে ঘটনাস্থলে মারা যান কাইয়ুম। আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারেক।

শেয়ার করুন