আইপিএলে যেখানে ২০০ প্লাস রানও নিরাপদ থাকে না, সেখানে ১৬৯ রান যে খুব বেশি নিরাপদ থাকবে, সে ব্যাপারে অনেকটা নিশ্চিত হওয়া গিয়েছিলো, বাকি ছিল শুভমান গিলদের মাঠে সেই ধারণার বাস্তবায়ন। ব্যতিক্রম হলো না। বিরাট কোহলিদের করা ১৬৯ রানের চ্যালেঞ্জটা অনায়াসে, খুব সহজেই পাড়ি দিলো গুজরাট টাইটান্স।
বেঙ্গালুরুর এম চিজন্নাস্বামী স্টেডিয়ামে স্বাগতিক রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৮ উইকেটে হারিয়েছে গুজরাট টাইটান্স। ব্যাট হাতে ঝড় তুলেছিলেন জস বাটলার। ৩৯ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন তিনি। ৫টি বাউন্ডারির সঙ্গে মারেন ৬টি ছক্কার মার।
১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর সাই সুদর্শন এবং শুভমান গিল মিলে ৩২ রানের জুটি গড়েন। ১৪ রান করে আউট হয়ে যান শুভমান গিল। এরপর সাই সুদর্শন এবং জস বাটলার মিলে দলকে নিয়ে যান ১০৭ রান পর্যন্ত। এ সময় ৩৬ বলে ৪৯ রান করে আউট হন সাই সুদর্শন।
বাটি পথ অনায়াসেই পাড়ি দেন জস বাটলার এবং শেরফানে রাদারফোর্ড। দু‘জন মিলে গড়েন ৬৩ রানের জুটি। ৩৯ বলে বাটলারের ৭৩ রানের পাশাপাশি ১৮ বলে ৩০ রানে অপরাজিত থাকেন রাদারফোর্ড। ১৭.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গুজরাট। ১৩টি বল বাকি ছিল তখনও।
এবারের আইপিএলে এই প্রথম হারের স্বাদ পেলো বেঙ্গালুরু। প্রথম দুই ম্যাচ জিতেছিলো তারা। প্রথম ম্যাচে কেকেআরকে ৭ উইকেটে পরের ম্যাচে চেন্নাইকে ৫০ রানে হারিয়েছিলো তারা।
গতকালের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৪০ বলে ৫৪ রান করেন লিয়াম লিভিংস্টোন। ১৮ বলে ৩২ রান করে টিম ডেভিড। জিতেস শর্মা করেন ৩৩ রান।