কারিনার শুরুর দিকে যেসব সিনেমা ফ্লপ হয়েছিল

মত ও পথ ডেস্ক

কারিনা কাপুর
কারিনা কাপুর। ফাইল ছবি

কারিনা কাপুর এখন বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা। কিন্তু তার ক্যারিয়ারের শুরুটা এত মসৃণ ছিল না। অনেক বন্ধুর পথ পাড়ি দিয়ে তাকে এ পর্যন্ত আসতে হয়েছে। তার ক্যারিয়ারের শুরুর দিকে টানা ১০টি সিনেমা মোটেই ব্যবসা করতে পারেনি। সিনেমা ফ্লপ হওয়ায় মানসিকভাবে রীতিমতো ভেঙে পড়েছিলেন কারিনা। এবার জেনে নেওয়া যাক এ নায়িকার ক্যারিয়ারের শুরুর দিকে কোন কোন সিনেমা ফ্লপ হয়েছিল।

মুঝসে দোস্তি কারোগে: ‘মুঝসে দোস্তি কারোগি’ সিনেমাটি ২০০২ সালে মুক্তি পায়। এতে অভিনয় করেছিলেন রানী মুখোপাধ্যায়, হৃতিক রোশন, কারিনা কাপুর খান। এর কাহিনি শুরু হয়েছিল দুই বন্ধুকে নিয়ে। যাদের ভালোবাসার মানুষ ছিল এক। সিনেমার কাহিনি মানুষের মনে দাগ কাটলেও কারিনার অভিনয় একেবারেই দর্শক হৃদয় জয় করতে পারেনি।

জিনা সির্ফ মেরে লিয়ে: ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিনা সির্ফ মেরে লিয়ে’ সিনেমায় অভিনয় করেছিলেন কারিনা কাপুর খান এবং তুষার কাপুর। এ সিনেমাটিও দর্শকদের একদমই পছন্দ হয়নি।

তালাশ: ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমায় অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেছিলেন কারিনা কাপুর। সিনেমায় অক্ষয়ের অভিনয় মানুষের ভালো লাগলেও তাকে ঠিক মনে ধরেনি দর্শকদের। সিনেমাটি বক্স অফিসে সেই সময় একেবারেই ভালো ব্যবসা করতে পারেনি।

খুশি: ২০০৩ সালে ফারদিন খানের বিপরীতে খুশি সিনেমায় অভিনয় করেছিলেন কারিনা কাপুর খান। এ সিনেমাটিও বক্স অফিসে একদম চলেনি।

ম্যায় প্রেম কি দিওয়ানি হু: অভিষেক বচ্চন, হৃতিক রোশন এবং কারিনা কাপুর খান অভিনীত সিনেমাটির গল্প ছিল বেশ ইউনিক। কিন্তু এ সিনেমাতেও কারিনার ওভার অ্যাকটিং একদমই ভালো লাগেনি দর্শকদের।

কার্গিল: ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘কার্গিল’ সিনেমায় বেশ কয়েকজন তারকা অভিনয় করেছিলেন। সিনেমার গল্পও ছিল অসাধারণ। সবকিছুই ভালো ছিল কিন্তু তবুও সিনেমাটি বক্স অফিসে আলোর মুখ দেখতে পারেনি।

চামেলি: ২০০৩ সালে কারিনার আরও একটি সিনেমা মুক্তি পেয়েছিল। সিনেমাটির নাম ছিল ‘চামেলি’। রাহুল ঘোষের বিপরীতে অভিনয় করেছিলেন কারিনা। এ সিনেমায় কারিনার অ্যাক্টিং ছিল চোখে পড়ার মতো। কিন্তু তাও সিনেমাটি দর্শকদের আকৃষ্ট করতে পারেনি।

যুবা: অজয় দেবগন, অভিষেক বচ্চন, রানী মুখোপাধ্যায়, এষা দেওল, বিবেক ওবেরয় এবং কারিনা কাপুর খান অভিনীত এ সিনেমা গল্প ছিল সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী। কিন্তু কোথাও না কোথাও কাঙ্ক্ষিত ফলাফল দিতে পারেনি এটি। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত কারিনার ফ্লপ সিনেমার মধ্যে এটি একটি।

দেব: ফারদিন খান এবং কারিনা কাপুর খানের সঙ্গে সিনেমায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। ২০০৪ সালের মুক্তিপ্রাপ্ত এ সিনেমায় কারিনার অভিনয় ছিল চোখে পড়ার মতো। কিন্তু তাও বক্স অফিসের পরিসংখ্যান সিনেমাটিকে ফ্লপ সিনেমার তালিকাভুক্ত করে।

ফিদা: শাহিদ কাপুর এবং ফারদিন খানের বিপরীতে খল চরিত্রে এ সিনেমায় অভিনয় করেছিলেন কারিনা কাপুর। দুর্দান্ত স্টোরি লাইন থাকা সত্ত্বেও সিনেমাটি হয়েছিল কোনো আলোচনায় আসতে পারেনি।

শেয়ার করুন