জয় দিয়ে আইপিএল শুরু করা সানরাইজার্স হায়দরাবাদ একের পর এক ম্যাচে হেরেই চলেছে। এবার তারা ৭ উইকেটে হেরেছে গুজরাট টাইটান্সের কাছে। এ নিয়ে টানা চতুর্থ ম্যাচে পরাজয় দেখলো প্যাট কামিন্সের দল। চার ম্যাচে এটি তৃতীয় জয় শুভমান গিলের গুজরাটের।
লক্ষ্য ছিল মোটে ১৫৩ রানের। সাই সুদর্শন আর জস বাটলার দলীয় ১৬ রানের মধ্যে ফিরে গেলেও এরপর শুভমান গিল আর ওয়াশিংটন সুন্দরের ব্যাটে সহজ জয়ের পথ পায় গুজরাট। সুন্দর ২৯ বলে ৪৯ রানের ইনিংস খেলে দিয়ে যান।
বাকি কাজটুকু সারেন গিল আর শেরফান রাদারফোর্ড। গিল ৪৩ বলে ৯ বাউন্ডারিতে ৬১ আর রাদারফোর্ড ১৬ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন।
এর আগে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে খুব বড় কোনো ইনিংস খেলতে পারেনি স্বাগতিক ব্যাটাররা। ফলে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৫২ রানে থেমে যেতে হয়েছে তাদের।
সর্বোচ্চ ৩১ রান করেন নিতিশ কুমার রেড্ডি। ২৭ রান করেন হেনরিক ক্লাসেন। ২২ রানে অপরাজিত থাকেন প্যাট কামিন্স। ১৮ রান করেন অভিষেক শর্মা।
গুজরাট টাইটান্সের হয়ে ১৭ রান দিয়ে ৪ উইকেট নেন মোহাম্মদ সিরাজ। ২টি করে উইকেট নেন প্রাসি কৃষ্ণা ও সাই কিশোর।