বাংলাদেশে মার্কিন নাগরিকদের চলাচলে সতর্ক করলো দূতাবাস

নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকাসহ বিভিন্ন স্থানে যে বিক্ষোভ হচ্ছে, সেটি বিবেচনায় নিয়ে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

সোমবার নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের ভেরিফায়েড পেজে এই পরামর্শ দেওয়া হয়েছে।

পোস্টে বলা হয়, ‘সোমবার (৭ এপ্রিল ২০২৫) দিনব্যাপী বিক্ষোভ হতে পারে। গাজায় সংঘাতের প্রতিক্রিয়ায় ঢাকাসহ সারা দেশে গণবিক্ষোভে অংশ নেওয়া এবং প্রতিবাদ দেখানোর পরিকল্পনা করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সম্ভাব্য যানজট ও দূতাবাস অভিমুখে প্রতিবাদ সমাবেশের কারণে ঢাকার মার্কিন দূতাবাস আজ (৭ এপ্রিল) বিকালের সেবা সীমিত করবে।’

এতে বলা হয়, ‘মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত। মনে রাখা উচিত, শান্তিপূর্ণভাবে বিক্ষোভের আয়োজন করা হলেও সেটি সহিংসতায় রূপ নিতে পারে।’

সতর্ক বার্তায় আরও বলা হয়েছে, ব্যক্তিগত নিরাপত্তার জন্য স্থানীয় ঘটনাসহ মার্কিন নাগরিকদের সচেতন থাকা এবং স্থানীয় সংবাদ মাধ্যমগুলো পর্যবেক্ষণ করার পরামর্শ দিয়েছে দূতাবাস।

শেয়ার করুন