মালাইকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

মত ও পথ ডেস্ক

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। ফাইল ছবি

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। ২০১২ সালের একটি মামলায় প্রত্যক্ষদর্শী হিসেবে তাকে হাজিরা দিতে বলা হলেও তিনি তা এড়িয়ে গিয়েছেন।

সেই কারণে মুম্বাইয়ের ম্যাজিস্ট্রেট আদালত জামিনযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তার বিরুদ্ধে।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, ঘটনার সূত্রপাত ২০১২ সালের ২১ ফেব্রুয়ারি। মুম্বাইয়ের কোলাবা এলাকার একটি পাঁচতারা হোটেলে এনআরআই শিল্পপতি ইকবাল শর্মার ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে অভিনেতা সাইফ আলি খান, শিল্পপতি বিলাল আমরোহি এবং মালাইকার ভগ্নীপতি শাহিল লাদাখের বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকার বাসিন্দা ওই এনআরআই সাইফ আলি খান ও তার গ্রুপের বিরুদ্ধে চিৎচার-চেঁচামেচি এবং অশোভনীয় আচরণের অভিযোগ তোলেন। দুই পক্ষের মধ্যে বচসা বেঁধে যায়, যা ক্রমশ হাতহাতিতে গড়ায়।

সাইফের বিরুদ্ধে ওই এনআরআই শিল্পপতিকে ঘুষি মেরে নাক ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে। ইকবাল শর্মার শ্বশুর রমনভাই প্যাটেলকেও হেনস্থার অভিযোগ ওঠে অভিনেতা ও তার সঙ্গীদের বিরুদ্ধে। সেই ঘটনায় প্রত্যক্ষদর্শী হিসেবে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় মালাইকাকে। তিনি হাজিরা এড়িয়ে যাওয়ায় মুম্বাইয়ের ম্যাজিস্ট্রেট আদালত ৫ হাজার টাকার জামিনযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে অভিনেত্রীর বিরুদ্ধে।

পুলিশ সূত্রের খবর, ঘটনার রাতে কোলাবার পাঁচ তারকা হোটেলে সাইফ আলি খান ও বাকিদের সঙ্গেই ছিলেন মালাইকা আরোরা। পুলিশের দাবি, ঘটনা ঘটে তার চোখের সামনেই। ফলে প্রত্যক্ষদর্শী হিসেবে তাকে হাজিরা দিতে বলা হয়। সেই রাতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অভিনেত্রী কারিনা কাপুর খান, অভিনেত্রী করিশমা কাপুর, অমৃতা আরোরা লাদাখ, ফ্যাশন ডিজাইনার বিক্রম পড়নিশও।

২০১৪ সালে এই ঘটনায় একাধিক ধারায় মামলা রুজু হয় সাইফ আলি খান, শাকিল লাদাখ এবং বিলাল আমরোহির বিরুদ্ধে। ২০১৭ সালে ইচ্ছাকৃত আঘাত করার অভিযোগে মামলা হয় সাইফ আলি খানের বিরুদ্ধে। অভিযোগ ওঠে শিল্পপতির শ্বশুরকেও হেনস্থা ও মারধর করা হয়েছে।

এ ঘটনায় সেশন আদালতের দ্বারস্থ হন সাইফ আলি খান। তবে ২০১৯ সালের তার মামলাটি খারিজ হয়ে যায়। এরপর ২০২৩ সালে সাইফ আলি খানকে বেকসুর খালাস করে আদালত। তবে বিচার শেষ হওয়ার আগে এবং বাকি অভিযুক্তদের বিরুদ্ধে রায়ের পূর্বে বিশেষ নজর রয়েছে প্রত্যক্ষদর্শীদের বয়ানের ওপর। সেই কারণেই তলব করা হয় মালাইকা আরোরাকে।

জানা গেছে, গেল ২৯ মার্চ মালাইকা আরোরার বোন ও অভিনেত্রী অমৃতা আরোরা লাদাখ তৃতীয় প্রত্যক্ষদর্শী হিসেবে আদালতে হাজিরা দিয়েছেন। তিনি জানিয়েছেন, সাইফকেই উল্টো মারধর করেন এনআরআই শিল্পপতি।

শেয়ার করুন