মার্চ ফর গাজা: মিছিল থেকে ২ পোশাক কারখানায় হামলা-ভাঙচুর, আটক ৪৫

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইপিজেডের (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) ভেতরে দুটি পোশাক কারখানা ভাঙচুর করেছে একদল মানুষ। এই ঘটনায় জড়িত ৪৫ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

আজ শনিবার দিবাগত রাতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা জানান, বিকেল ৫টার দিকে ইপিজেডের ভেতরে ইউনেস্কো বিডি লিমিটেড ও অনন্ত হুয়াশিং লিমিটেড নামে দুটি রপ্তানিমুখী পোশাক কারখানায় ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এছাড়া, আশেপাশের কয়েকটি গাড়িও ভাঙচুর করেন তারা।

‘অন্তত আধাঘণ্টা ধরে চলে ভাঙচুর। পরে শিল্প পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়, যোগ করেন এ পুলিশ কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফিলিস্তিনের গাজায় হামলার প্রতিবাদে একটি মিছিল ইপিজেডের সামনে দিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে পুরো মিছিলটি ইপিজেডের ভেতরে ঢুকে পড়ে। কারখানার শ্রমিকদেরও মিছিলে যোগ দেওয়ার অনুরোধ জানানো হয়। উৎপাদন কার্যক্রম বন্ধ রেখে শ্রমিকরা মিছিলে না যাওয়ায় ভাঙচুর শুরু করেন মিছিলকারীরা।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী আরও বলেন, ‘জেলা পুলিশ ঘটনাটি পরে জেনেছে। ইপিজেডে কুইক রেসপন্স করেছে র‌্যাব ও সেনাবাহিনী। সেনাবাহিনী ৪৫ জনকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করেছে।’

‘ফিলিস্তিন ইস্যু একটি নিরপেক্ষ ইস্যু। এই মিছিলে সব দলের লোকজন থাকেন। কেউ অন্য কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে এটি করেছেন কি না পুলিশ সেটি তদন্ত করবে,’ বলেন তিনি।

শেয়ার করুন