সড়কের ভাগ দিলেও তুমি
জমিনের ভাগ দিলে না,
জমিন জুড়ে সাজিয়েছো তুমি আগামীর কারুকাজ।
ভাবনার ভাগ দিলেও তুমি
আবেগের ভাগ দিলে না,
আবেগ যদিও খুব কিছু না, বালুচরে সাজানো রাজ।
আশঙ্কার ভাগ দিলেও তুমি
সাহসের ভাগ দিলে না,
সাহসী ভাবনা রেখেছো সব বানিয়ে সময়ের লাজ।
সময়ের ভাগ দিলেও তুমি
জীবনের ভাগ দিলে না,
জীবনের নামে যা করেছো তুমি সবই পুতুলসাজ।
কতোকিছুই তো পারলে তুমি, অতীতে দিও ঠিক ভাঁজ
খেলা শেষ, তাই পুতুল নিয়ে আর ভেবো না মিছে আজ।