মুজিবনগর দিবস ঘিরে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট মোড়ে মিছিলের পর পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে, যাদের চারজনকে ‘ছাত্রলীগ কর্মী’ বলছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে মিছিলের পরপরই বহদ্দারহাট এলাকায় অভিযানে তাদের গ্রেফতারের তথ্য দেন চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- দিদারুল আলম (৪৩), আরিছ উদ্দিন নুরু (২৯), শাহেদ (২৮), জুয়েল (২৬) এবং সুমন ওরফে বান্ডিয়া (২৫)। তারা সবাই চান্দগাঁও থানা এলাকার বাসিন্দা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবিযুক্ত ব্যানার বহন করছিলেন। মোহাম্মদ হানিফ নামে এক যুবলীগ নেতার নামও ছিল। তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও শেখ হাসিনার নামে বিভিন্ন স্লোগান দেন।
ওসি বলেন, মিছিলের পরপর অভিযানে পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে, যেখানে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিভ্রান্তিকর তথ্য প্রচার, রাষ্ট্রের ক্ষতিসাধন, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।