তরুণদের ব্যাচেলর লাইফ নিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ নামের ধারাবাহিক নাটক নির্মাণ করে তুমুল জনপ্রিয়তা পান কাজল আরেফিন অমি। জনপ্রিয় হয় নাটকের চরিত্রগুলো ও নানা সংলাপ। দর্শকদের চাহিদার কারণে একে একে চারটি সিজন নির্মিত হয়। অপেক্ষা ছিল নতুন সিজনের। অবশেষে দর্শকের জন্য সুখবর এলো।
আসতে চলেছে সিরিয়ালটির সিজন-৫। এরইমধ্যে রাজধানীতে নাটকটির শুটিং হয়েছে। এটি প্রচারে আসবে আসছে ঈদুল আজহায়।
গতকাল ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের শিল্পীদের দেখা যায় ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ বলে স্ট্যাটাস দিতে। রহস্যের জট খুলতেই যোগাযোগ করা হয় বেশ ক’জনের সঙ্গে। কেউ বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি নন। তবে নাম প্রকাশ না করার শর্তে এক অভিনেতা বিষয়টি নিশ্চিত করেছেন।
‘ব্যাচেলর পয়েন্ট’র বেশ জনপ্রিয় একটি চরিত্রের অভিনেতা বলেন, ‘নতুন মৌসুমের কাজ শুরু করেছি আমরা। দোয়া করবেন যেন আবারও জমজমাট একটি সিজন নিয়ে আসতে পারি।’
তিনি আরও জানান, নতুন সিজনে বেশ কিছু নতুন চমক থাকবে যা একেবারেই নতুন। গল্প ও চরিত্রগুলো হবে আগের চেয়েও জমজমাট।
২০২২ সালের শেষ দিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ৪ নম্বর সিজনের শেষ পর্ব প্রচারিত হয়। নাটকটি প্রথম প্রচারে আসে ২০১৭ সালে চ্যানেল নাইনে। তারপর বাংলাভিশনে প্রচারিত হয়, টিভিতে প্রচারিত হওয়ার পর ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হতো।
এর বিভিন্ন চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল, পারসা ইভানা, আশুতোষ সুজনসহ আরও অনেকে।