সিলেট টেস্ট : বৃষ্টির কারণে চতুর্থ দিনের খেলা শুরু হতে বিলম্ব

মত ও পথ ডেস্ক

সংগৃহীত ছবি

তৃতীয় দিনে বৃষ্টির কারণে প্রথম সেশনে মাঠেই নামতে পারেননি ক্রিকেটাররা। এমনকি আলোক স্বল্পতার কারণে দিনের খেলাও শেষ হয়েছিল আগেভাগেই।

প্রত্যাশা ছিল, চতুর্থ দিনের খেলাটা একটু আগে শুরু হবে। আজ বুধবার সেটিও হতে দিল না বৃষ্টি। সকালে সিলেট আকাশ থেকে নেমে এসেছিল ভারী বর্ষণ। এখন বৃষ্টি থেমেছে। তবে ৯টা ৪৫ মিনিটে খেলা শুরুর কথা থাকলেও সেটি হচ্ছে না। বৃষ্টির কারণে পেছিয়ে গেছে খেলা শুরুর সময়।

পরবর্তী মাঠ পরিদর্শন সকাল ১০টায়। এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে, কখন খেলা শুরু হবে।

শেয়ার করুন