বাংলাদেশের ‘কর্তৃপক্ষ’ ৯ মাস ধরে মিথ্যা বলছে: টিউলিপ

মত ও পথ ডেস্ক

টিউলিপ সিদ্দিক
টিউলিপ সিদ্দিক। ছবি: অনলাইন

বাংলাদেশের ‘কর্তৃপক্ষের’ বিরুদ্ধে নয় মাস ধরে মিথ্যা প্রচারণা চালিয়ে আসার অভিযোগ তুলেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক।

একের পর এক অভিযোগ তোলা হলেও অভিযোগকারী কর্তৃপক্ষ (দুর্নীতি দমন কমিশন-দুদক) তার সঙ্গে সরাসরি কিংবা তার আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেনি বলে বৃহস্পতিবার ‘এক্স’ পোস্টে আবারও দাবি করেছেন তিনি।

তাকে ’অসম্মান‘ করতে যত চেষ্টাই করা হোক তার আইনজীবীরা এসব অভিযোগের বিষয়ে জোরালো আইনি লড়াই চালিয়ে যাবেন বলে পোস্টে তুলে ধরেন তিনি।

’এক্স’ পোস্টে লেবার পার্টির এমপি লেখেন, ৯ মাস ধরে বাংলাদেশ কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে আসছে। তারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করেনি, আমার আইনজীবীদের সঙ্গে কথা বলেনি এবং কোনো তথ্যপ্রমাণও সরবরাহ করেনি। উল্টো নিজেদের হয়রানিমূলক দাবি ছড়িয়ে দিতে তারা সংবাদমাধ্যমে প্রচার চালিয়েছে।

এর আগেও দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিরুদ্ধে টিউলিপ এবং তার আইনজীবী একই অভিযোগ আনেন।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য স্ট্যান্ডার্ড লিখেছে, গত ১৮ মার্চে একটি চিঠি দিয়ে আনুষ্ঠানিক অনুরোধ জানানোর পরও বাংলাদেশের কর্তৃপক্ষ টিউলিপের বিষয়ে ‘একটি প্রামাণ্য দলিলও’ হাজির করতে পারেনি বলে নতুন চিঠিতে অভিযোগ করেছে যুক্তরাজ্যভিত্তিক ল ফার্ম স্টেফেনসন হারউড এলএলপি।

এরপর বৃহস্পতিবার টিউলিপ এক্স পোস্টে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আবার কথা বলেন।

আইন মেনে চলার প্রতি শ্রদ্ধাশীল থাকার কথা তুলে ধরে তিনি লেখেন, যেখানে জন্মেছি এবং যেখানে আমি একজন সংসদ সদস্য, সেই যুক্তরাজ্যে আমরা যথাযথ প্রক্রিয়া ও আইনের শাসনে বিশ্বাস করি। ২০২৫ সালের মে মাসে এমপি হিসেবে আমার ১০ বছর পূর্ণ হবে। আমার লক্ষ্য নির্বাচনি এলাকার জনগণের সেবা করা এবং সংসদে তাদের কণ্ঠকে জোরালো করা।

টিউলিপ লিখেছেন, যে কাজ করার জন্য নির্বাচিত হয়েছি, তা থেকে আমি বিচ্যুত হব না। আমি নিজের নির্বাচনী এলাকার জনগণের প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ থাকব। আর আমার আইনজীবীরা আমাকে অসম্মান করার যে কোনও প্রচেষ্টার বিরুদ্ধে জোরালো আইনি লড়াই চালিয়ে যাওয়া অব্যাহত রাখবে।

এর আগে গত ১৫ এপ্রিল দুদকে পাঠানো এক চিঠিতে টিউলিপের আইনজীবীরা বলেন, আমরা আপনাদের আহ্বান জানিয়েছিলাম, আপনারা যদি টিউলিপ সিদ্দিকের প্রতি কোনো যৌক্তিক, সঙ্গত ও প্রাসঙ্গিক প্রশ্ন পেশ করতে চান, তাহলে তা আমাদের জানাতে পারেন, যেন আমরা আমাদের মক্কেলের সঙ্গে আলোচনা করে সে বিষয়ে যথাযথভাবে সাড়া দিতে পারি।।কিন্তু আপনি বা আপনারা আমাদের কোনো প্রশ্ন পাঠাননি কিংবা আমাদের চিঠির কোনো জবাব দেননি। বরং আপনারা আবারও গণমাধ্যমে বক্তব্য প্রদানের মাধ্যমে এমপি সিদ্দিকের বিরুদ্ধে পুনরায় ভিত্তিহীন অভিযোগ তুলেছেন।

শেয়ার করুন