লা লিগার শিরোপা দৌড়ে নিজেদের টিকিয়ে রাখলো রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে গেটাফের মাঠে কঠিন এক লড়াইয়ে ১-০ গোলের জয় তুলে নেয় কার্লো আনচেলত্তির দল।
ম্যাচের একমাত্র গোলটি করেন তরুণ তুর্কি মিডফিল্ডার আর্দা গুলার, যার ২০তম মিনিটের দুর্দান্ত শটই শেষ পর্যন্ত তিন পয়েন্ট নিশ্চিত করে।
বার্সেলোনা একদিন আগেই মায়োর্কার বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পাওয়ায় আনচেলত্তির দলের ওপর চাপ ছিল জয় পাওয়ার। শিরোপা লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আনচেলত্তি কোপা দেল রে ফাইনালের কথা মাথায় রেখে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রামে রাখেন। তবুও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল মাদ্রিদের কাছেই। বেশ কিছু সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে ব্যর্থ হন ভিনিসিয়ুস ও এন্ড্রিক। এন্ড্রিকের একটি প্রচেষ্টা তো একদম গোললাইনের কাছ থেকে সেভ করে রক্ষা পায় গেটাফে।
ম্যাচের শেষদিকে চাপ বাড়তে থাকে। ৯১তম মিনিটে পিটার ফেদেরিকো ও হুয়ানমি দারুণ একটি সুযোগ তৈরি করেছিলেন। শেষ পর্যন্ত গোলরক্ষক থিবো কর্তোয়া সাহসী সেভে দলকে নিরাপদ রাখেন, স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার চার পয়েন্ট পেছনে থেকে শিরোপা লড়াইয়ে এখনও টিকে রয়েছে। পাঁচটি ম্যাচ বাকি আছে।