ভারতে আর দেখা যাবে না পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এত দিন অনলাইন প্লাটফর্ম ফ্যানকোডে এই টুর্নামেন্ট সরাসিরি দেখতে পারতেন ভারতের দর্শকরা। কিন্তু পহেলগাম কাণ্ডের পর তা বন্ধ করে দেওয়া হলো। এর ফলে পাকিস্তান সুপার লিগের দর্শক সংখ্যা অনেকটাই কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই প্রতিবেশীর মধ্যকার সম্পর্কে আরো ভাটা পড়েছে। রাজনৈতিক এই টানা-পোড়েনের প্রভাব পড়ছে চলমান পিএসএলেও।
সেই ঘটনার প্রতিবাদে পাকিস্তান সুপার লিগের খেলা দেখানো বন্ধ করে দিল ফ্যানকোড। যা পিএসএলের জন্য বড় ধাক্কা। দর্শক সংখ্যা কমে গেলে আগামী দিনে তাদের স্পনসর পেতে সমস্যা তৈরি হবে।
একই ঘটনায় পাকিস্তান সুপার লিগে কর্মরত ভারতীয়দের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। এই কর্মীরা পাকিস্তান সুপার লিগে সম্প্রচারের কাজে যুক্ত ছিলেন। তারা চলে গেলে বিঘ্ন ঘটতে পারে লিগের সম্প্রচারের কাজে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, শাহবাজ শরিফ সরকার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের লিগে কর্মরত ভারতীয়দের ফেরত পাঠানো হবে। তিনি বলেন, ‘পাকিস্তান সুপার লিগ সম্প্রচারের দায়িত্বে অনেক ভারতীয় নাগরিক রয়েছেন। তাদেরকে ভারতে ফিরে যেতে বলা হয়েছে।’