পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে সদ্য চালু হওয়া ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের (আরএনপিএল) স্ক্র্যাপ শেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যার পরে প্রায় ২০ একর এরিয়ার স্ক্র্যাপ শেডে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখা দেখে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন খেপুপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়ার হোসাইন।
তিনি জানান, আগুনে ওখানকার ১৩-১৪টি ডিউটি পোস্ট ক্ষতি হয়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের স্থলে অন্তত হাজার টন স্ক্র্যাপসহ লোহালক্কর রয়েছে।
এখন পর্যন্ত এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে কলাপাড়ার ফায়ার সার্ভিস দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে পাওয়ার প্লান্টের নিজস্ব টিমের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন।
তবে মূল পাওয়ার প্লান্টের কোনো ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছেন নরিনকো পাওয়ার কোম্পানি লিমিটেড (আরএনপিএল) এর ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম ভুইয়া। তবে বিষয় টি নাশকতা কি না তা এই মুহূর্তে নিশ্চিত হওয়া যায়নি। কলাপাড়া উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ঘটনাস্থলে রয়েছেন।